Ajker Patrika

শিশুকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
শিশুকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের এক শিশুকে নির্যাতনের চেষ্টার অভিযোগে কেন্দ্রীয় মন্দিরের ঝাড়ুদার পরেশ মহন্তকে (৬০) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর বাজারের স্থানীয় মন্দির এলাকায় এই গণধোলাইয়ের ঘটনা ঘটে। পুলিশ পরেশ মহন্তকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে আটক করে থানায় নিয়ে যান। 
 
আটক পরেশ মহন্ত উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গ্রামের মৃত প্রফুল্ল মহন্তের ছেলে। 

স্থানীয়রা ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, পৌর শহরের ৭ / ৮ বছরের একটি শিশু গত বুধবার মন্দিরের ভেতর কবুতর দেখতে গেলে, ওই মন্দিরের ঝাড়ুদার পরেশ মহন্ত তাকে ডেকে নিয়ে মন্দিরের ভেতরে নির্যাতনের চেষ্টা করে। এ সময় শিশুটি পালিয়ে যায়। বাড়ি ফিরে এরপর থেকে ভয়ে আতঙ্কে চুপ করে থাকে শিশুটি। আজ বৃহস্পতিবার তাঁর পরিবারের লোকজন শিশুটির অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে তাকে জিজ্ঞাসা করলে, ঘটনাটি পরিবারকে জানায় শিশুটি। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এসে ক্ষোভে পরেশ মহন্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। 

কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ বলেন, ‘বিষয়টি নিয়ে স্থানীয় পৌর কাউন্সিলর ওই শিশুর বাড়িতে গিয়েছিলেন। শিশুটি বলেছে মন্দিরের ঝাড়ুদার পরেশ মহন্ত তাকে অনাকাঙ্ক্ষিত স্পর্শ করেছেন। এতে করে কি প্রমাণিত হয় যে পরেশ মহন্ত তাকে ধর্ষণ করেছে?’ 

এ ঘটনায় মন্দির কমিটি কি সিদ্ধান্ত নেবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্দিরের ঝাড়ুদার পরেশ মহন্তকে মন্দির থেকে বের করে দেওয়া হবে। 

এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি আশ্রাফ ইসলাম জানান, স্থানীয়রা পৌর শহরের মন্দিরের সামনে পরেশ মহন্তকে গণধোলাই দেয়। খবর পেয়ে থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে আটক করে থানায় নিয়ে আসে। কোনো অভিযোগকারী না থাকায়, পরশ মহন্তকে ১৫১ ধারায় আটক দেখিয়ে দিনাজপুর জেল হাজতে পাঠানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত