কুড়িগ্রাম প্রতিনিধি
হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জেপি) প্রার্থী রুহুল আমিন। একই সঙ্গে তিনি ওই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নিজ নেতা-কর্মীকে লাঙ্গল প্রতীকের হয়ে কাজ করার অনুরোধ করেছেন। আজ শনিবার (১ জানুয়ারি) জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এক ভিডিও বার্তায় তিনি এই সিদ্ধান্ত জানান।
তবে রুহুল আমিনের ছোট ভাই ও জেপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন এবং ভাতিজা রানা পারভেজ দাবি করেছেন, ‘সরকারি গোয়েন্দা সংস্থার পরিচয়ে হাসপাতালে গিয়ে রুহুল আমিনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দেওয়া হয়েছে। তাঁর কাছে জোর করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বক্তব্য নেওয়া হয়েছে।’
তারা বলেন, ‘আমরা বর্তমানে রুহুল আমিনের জীবনের নিরাপত্তা নিয়ে সংশয়ে আছি। তাঁকে মেরে ফেলা হতে পারে।’
সাবেক এই সংসদ সদস্যের ছোট ভাই মোজাফফর হোসেন বলেন, ‘জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালের কেবিন থেকে আমাদের পরিবারের সবাইকে বের করে দিয়ে ভাইয়ের কাছে জোর করে ভিডিও বক্তব্য নেওয়া হয়েছে। সঙ্গে তাঁর পুত্রবধূ ছিলেন। তাকেও বের করে দেওয়া হয়েছে। আমি দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। আমার সঙ্গে বা দলের সঙ্গে কথা না বলে ভাই এমন সিদ্ধান্ত নিতেই পারেন না।’
এর আগে শনিবার ভোরে অসুস্থ হয়ে পড়লে সাবেক এই সংসদ সদস্যকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ হাসান খান।
প্রসঙ্গত, সাবেক সংসদ সদস্য রুহুল আমিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির (জেপি) মনোনীত প্রার্থী হিসেবে বাইসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জেপি) প্রার্থী রুহুল আমিন। একই সঙ্গে তিনি ওই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নিজ নেতা-কর্মীকে লাঙ্গল প্রতীকের হয়ে কাজ করার অনুরোধ করেছেন। আজ শনিবার (১ জানুয়ারি) জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এক ভিডিও বার্তায় তিনি এই সিদ্ধান্ত জানান।
তবে রুহুল আমিনের ছোট ভাই ও জেপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন এবং ভাতিজা রানা পারভেজ দাবি করেছেন, ‘সরকারি গোয়েন্দা সংস্থার পরিচয়ে হাসপাতালে গিয়ে রুহুল আমিনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দেওয়া হয়েছে। তাঁর কাছে জোর করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বক্তব্য নেওয়া হয়েছে।’
তারা বলেন, ‘আমরা বর্তমানে রুহুল আমিনের জীবনের নিরাপত্তা নিয়ে সংশয়ে আছি। তাঁকে মেরে ফেলা হতে পারে।’
সাবেক এই সংসদ সদস্যের ছোট ভাই মোজাফফর হোসেন বলেন, ‘জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালের কেবিন থেকে আমাদের পরিবারের সবাইকে বের করে দিয়ে ভাইয়ের কাছে জোর করে ভিডিও বক্তব্য নেওয়া হয়েছে। সঙ্গে তাঁর পুত্রবধূ ছিলেন। তাকেও বের করে দেওয়া হয়েছে। আমি দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। আমার সঙ্গে বা দলের সঙ্গে কথা না বলে ভাই এমন সিদ্ধান্ত নিতেই পারেন না।’
এর আগে শনিবার ভোরে অসুস্থ হয়ে পড়লে সাবেক এই সংসদ সদস্যকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ হাসান খান।
প্রসঙ্গত, সাবেক সংসদ সদস্য রুহুল আমিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির (জেপি) মনোনীত প্রার্থী হিসেবে বাইসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১০ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১১ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
২৯ মিনিট আগে