সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালে কর্মরত গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণমাধ্যম কর্মীদের আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, তৃতীয় ধাপের ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১৩টি ইউনিয়নের সকল চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে বৃহস্পতিবার এক মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় ইউএনওর আমন্ত্রণে সাংবাদিকেরাও অংশ নেন। কিন্তু অনুষ্ঠানের শুরুতে মাইকে ঘোষণা দিয়ে চেয়ারম্যান প্রার্থীরা ছাড়া বাকিদের বের হয়ে যেতে বলা হয়। এ ঘটনায় উপস্থিত সাংবাদিকেরা ওই সভা ত্যাগ করেন। এ ঘটনায় সাংবাদিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে সাংবাদিকেরা ওই দিন রাতেই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জরুরি সভা করে উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন।
সভায় সাংবাদিক নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও জানান সাংবাদিক নেতারা।
এদিকে এ ঘটনায় এক বার্তায় সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মো. শাহজাহান মিঞা। এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন সাংবাদিক হাবিবুর রহমান হবি, মোশাররফ হোসেন বুলু, এ মান্নান আকন্দ, ইমান আলী মামুন, একেএম শামছুল হক, জাহিদুল ইসলাম জাহিদ, আবু বক্কর সিদ্দিক, এমএ মাসুদ, রেজাউল ইসলাম, সুদীপ্ত শামীম, শহিদার রহমান জাহাঙ্গীর, জুয়েল রানা, শাহজান মিয়া, ওমর ফারুক, এনামুল হক ও মিজানুর রহমান প্রমুখ। সভায় উপজেলার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালে কর্মরত গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণমাধ্যম কর্মীদের আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, তৃতীয় ধাপের ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১৩টি ইউনিয়নের সকল চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে বৃহস্পতিবার এক মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় ইউএনওর আমন্ত্রণে সাংবাদিকেরাও অংশ নেন। কিন্তু অনুষ্ঠানের শুরুতে মাইকে ঘোষণা দিয়ে চেয়ারম্যান প্রার্থীরা ছাড়া বাকিদের বের হয়ে যেতে বলা হয়। এ ঘটনায় উপস্থিত সাংবাদিকেরা ওই সভা ত্যাগ করেন। এ ঘটনায় সাংবাদিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে সাংবাদিকেরা ওই দিন রাতেই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জরুরি সভা করে উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন।
সভায় সাংবাদিক নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও জানান সাংবাদিক নেতারা।
এদিকে এ ঘটনায় এক বার্তায় সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মো. শাহজাহান মিঞা। এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন সাংবাদিক হাবিবুর রহমান হবি, মোশাররফ হোসেন বুলু, এ মান্নান আকন্দ, ইমান আলী মামুন, একেএম শামছুল হক, জাহিদুল ইসলাম জাহিদ, আবু বক্কর সিদ্দিক, এমএ মাসুদ, রেজাউল ইসলাম, সুদীপ্ত শামীম, শহিদার রহমান জাহাঙ্গীর, জুয়েল রানা, শাহজান মিয়া, ওমর ফারুক, এনামুল হক ও মিজানুর রহমান প্রমুখ। সভায় উপজেলার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
২ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১১ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২১ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২৪ মিনিট আগে