Ajker Patrika

সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের সংবাদ বর্জন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের সংবাদ বর্জন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালে কর্মরত গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণমাধ্যম কর্মীদের আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

জানা যায়, তৃতীয় ধাপের ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১৩টি ইউনিয়নের সকল চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে বৃহস্পতিবার এক মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় ইউএনওর আমন্ত্রণে সাংবাদিকেরাও অংশ নেন। কিন্তু অনুষ্ঠানের শুরুতে মাইকে ঘোষণা দিয়ে চেয়ারম্যান প্রার্থীরা ছাড়া বাকিদের বের হয়ে যেতে বলা হয়। এ ঘটনায় উপস্থিত সাংবাদিকেরা ওই সভা ত্যাগ করেন। এ ঘটনায় সাংবাদিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে সাংবাদিকেরা ওই দিন রাতেই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জরুরি সভা করে উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন। 

সভায় সাংবাদিক নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও জানান সাংবাদিক নেতারা। 

এদিকে এ ঘটনায় এক বার্তায় সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ।

সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মো. শাহজাহান মিঞা। এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন সাংবাদিক হাবিবুর রহমান হবি, মোশাররফ হোসেন বুলু, এ মান্নান আকন্দ, ইমান আলী মামুন, একেএম শামছুল হক, জাহিদুল ইসলাম জাহিদ, আবু বক্কর সিদ্দিক, এমএ মাসুদ, রেজাউল ইসলাম, সুদীপ্ত শামীম, শহিদার রহমান জাহাঙ্গীর, জুয়েল রানা, শাহজান মিয়া, ওমর ফারুক, এনামুল হক ও মিজানুর রহমান প্রমুখ। সভায় উপজেলার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত