Ajker Patrika

অতিদরিদ্রের কর্মসংস্থানে নাম রাখতে টাকা দাবির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সুন্দরগঞ্জে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) অন্তর্ভুক্ত শ্রমিকদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠছে। টাকা না পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা এমন কাজটি করছেন বলে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা সম্মিলিত প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়। এতে তালিকা থেকে বাদ পড়া ১৭ জন নারী-পুরুষ অংশ নেয়।

সম্মেলন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি লিখিত অভিযোগও দেন ভুক্তভোগী ব্যক্তিরা।

তাঁদের সবার বাড়ি উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গার ৫ নম্বর ওয়ার্ডে।

সম্মেলনে বলা হয়, ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান এবং স্থানীয় ইউপি সদস্যদের যোগসাজশে শ্রমিকদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। অথচ আগের তালিকায় তাঁদের নাম আছে। বয়সও তাঁদের ৬০ বছরের কম। শুধু নতুন করে টাকা না পেয়ে তাঁরা এ কাজ করছেন। তালিকায় নাম পুনর্বহাল রাখার দাবিসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

ভুক্তভোগী নারী মোছা. মোর্শেদা বেগম (৪০) বলেন, ‘আমরা আগে থেকে কাজ করি। এখন নতুন করে আমার কাছে ৭ হাজার টাকা চাইছিল। আমি নতুন করি টাকা দিতে পারি নাই। আমার স্বামী নাই। বিদুয়া (বিধবা) মানুষ আমি। ৩টা ছোটছোট ছাওয়া থুইয়া আমার স্বামী মারা গেইছে। মাইনসের বাড়িত কাম করি খাই। টেকা দেম নাই মুই। সে জন্যে মোর নাম বাদ দিছে।’

আরেক ভুক্তভোগী জাহিদ হাসান (৩২) সম্মেলনে বলেন, ‘পরিষদ চলে চেয়ারম্যানের ছেলের কথায়। বাপ-বেটা দুজনে আমার কাছে টাকা চেয়েছিলেন। দেইনি, সে কারণে আমার নাম বাদ দিয়েছেন।’ তাঁর নামের জায়গায় মো. জহুরুল ইসলাম নামের এক ব্যক্তির নাম দিয়েছেন বলেও লিখিত বক্তব্যে জানান জাহিদ হাসান।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মোখলেছুর বলেন, ‘টাকা চেয়েছি বা নিয়েছি—এ ধরনের প্রমাণ দিতে পারলে জুতার মালা পরে গোটা সুন্দরগঞ্জ ঘুরব। পূর্বশত্রুতার জেরে এই অপবাদগুলো রটানো হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছি। সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত