Ajker Patrika

আদালতে দীর্ঘ জবানবন্দি, সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন না ত্ব–হা

প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৮: ৪১
আদালতে দীর্ঘ জবানবন্দি, সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন না ত্ব–হা

রংপুর: নিখোঁজের নয় দিন পর উদ্ধার ইসলামি বক্তা আবু ত্ব–হা মুহাম্মদ আদনান এখন নিজ বাসায় অবস্থান করছেন। কিন্তু বাইরের কারও সঙ্গে দেখা করছেন না। আজ শনিবার একাধিকবার তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও বাসার ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

ত্ব–হার প্রতিবেশী মুদি দোকানদার সোলাইমান হোসেন জানান, সারা দিনে অনেকেই এসেছিলেন দেখা করতে। কিন্তু ত্ব–হা কারও সঙ্গে দেখা করেননি। খুব কাছের আত্মীয়–স্বজন ছাড়া কাউকে বাসার ভেতরে ঢুকতে দেখেননি তিনি।

ত্ব–হা আদনান কারো সঙ্গে দেখা করছেন না, এ ব্যাপারে আইনগত কোনো বিধিনিষেধ আছে কি–না জানতে চাইলে রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ বলেন, এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। আইনগত কোনো বিধিনিষেধ নাই।

উল্লেখ্য, রংপুরের তরুণ ইসলামি বক্তা আবু ত্ব–হা মোহাম্মদ আদনান ১০ জুন রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে তিন সঙ্গীসহ নিখোঁজ হন। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে রংপুরে নগরীর মাস্টারপাড়ায় শ্বশুর বাড়ি থেকে আদনানকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এর কিছুক্ষণ পর আদনানের নিখোঁজ তিন সঙ্গীর মধ্যে দুজনকে নিজ নিজ বাসা থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পরে বিকেল ৫টায় রংপুর মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আবু ত্ব–হা মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গী ব্যক্তিগত ও পারিবারিক কারণে আত্মগোপনে ছিলেন। তাঁরা এত দিন গাইবান্ধায় এক বন্ধুর বাড়িতে ছিলেন।

এরপর রাত ৯টার দিকে তাঁদের আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে বিচারকের খাস কামড়ায় দীর্ঘ জবানবন্দি দেন তাঁরা। রাত পৌনে ১২টার দিকে তাঁদের নিজ জিম্মায় ছেড়ে দেন রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম হাফিজুর রহমান।

আদালত থেকে বের হয়ে ত্ব–হা আদনান দ্রুত তাঁর মা ও ছোট বোনসহ একটি সাদা প্রাইভেট কার যোগে নগরীর সেন্ট্রাল রোডের বাসার দিকে যান। আদনানের অপর দুই সঙ্গীও তাঁদের স্বজনদের সঙ্গে আদালত চত্বর ত্যাগ করেন। তাঁরা কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত