Ajker Patrika

নির্বাচনী সহিংসতার পর পুরুষশূন্য ১০ পাড়া

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৯: ৪০
নির্বাচনী সহিংসতার পর পুরুষশূন্য ১০ পাড়া

নির্বাচনী সহিংসতার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার এড়াতে বাড়ি ছেড়ে পালিয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ১০টি পাড়ার পুরুষেরা। তালা ঝুলছে এলাকার একমাত্র বাজার টেপারহাটের শতাধিক দোকানে। গ্রাহক না থাকায় অলস সময় পার করছেন কৃষি ব্যাংকের টেপারহাট শাখার কর্মকর্তা-কর্মচারীরা। 

২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের দিন উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে। কেন্দ্রে ঘোষিত নির্বাচনের ফলাফলে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন অন্তিকের কর্মী-সমর্থকেরা ভোট পুনর্গণনার দাবিতে নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কেন্দ্রেই অবরুদ্ধ করেন। একপর্যায়ে তাঁরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করে হামলা চালান। এতে রুবেল মণ্ডল নামে এক বিজিবি সদস্য নিহত হন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী আট হামলাকারীকে আটক করে। 

সহিংসতার ঘটনায় মামলার পর থেকেই গা ঢাকা দিয়েছেন ১০ পাড়ার পুরুষএই ঘটনার পরপরই গ্রেপ্তার এড়াতে কেন্দ্রের পাশের মাঝা পাড়া, কবিরাজ পাড়া, চেয়ারম্যান পাড়া, বানিয়া পাড়া, শাহা পাড়া, ছলে পাড়া, চসিয়া পাড়া, এনামুল পাড়া, পোদ্দার পাড়া ও বুল্লাই পাড়া পুরুষশূন্য হয়ে যায়। দুই দিন থেকে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে টেপারহাটের শতাধিক দোকান। 

কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় পার করছেন। ব্যাংকের কর্মকর্তা রায়হান কবির জানান, ‘লেনদেন বলতে শুধু বিদ্যুতের বিল ও এনজিওগুলোর কিস্তির টাকা। সেগুলো আসছে অন্য এলাকা থেকে।’ 

মাঝাপাড়ার বাসিন্দা বৃদ্ধ গিয়াস উদ্দিন বলেন, ‘পুরুষেরা না থাকায় নানা সমস্যার মধ্যে পড়েছি। মজুর না পাওয়ায় খেতের মধ্যে পাকা ধান ঝরে পড়ছে। আলুর খেতে ওষুধ দিতে পারছি না। বোরো বীজতলা তৈরি করাও সম্ভব হচ্ছে না।’ 

সহিংসতার ঘটনায় মামলার পর থেকেই গা ঢাকা দিয়েছেন ১০ পাড়ার পুরুষপাহাড়ী পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ এজাজুল ইসলাম বলেন, ‘দুই দিন থেকে চারজন মুসল্লি নিয়ে নামাজ আদায় করছি। যেখানে প্রতি ওয়াক্তে ৫০ থেকে ৫৫ জন মুসল্লি নামাজ আদায় করতেন। মসজিদসংলগ্ন হাফেজিয়া মাদ্রাসাটিও বন্ধ।’ 

কেন্দ্রে সহিংসতার ঘটনায় ৯৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করে মামলা করেছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ললিত চন্দ্র রায়। পুলিশ ওই মামলায় গ্রেপ্তার আটজন আসামিকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। এ মামলার প্রধান আসামি বর্তমান চেয়ারম্যান ও পরাজিত প্রার্থী মারুফ হোসেন অন্তিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত