নীলফামারী প্রতিনিধি
নির্বাচনী সহিংসতার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার এড়াতে বাড়ি ছেড়ে পালিয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ১০টি পাড়ার পুরুষেরা। তালা ঝুলছে এলাকার একমাত্র বাজার টেপারহাটের শতাধিক দোকানে। গ্রাহক না থাকায় অলস সময় পার করছেন কৃষি ব্যাংকের টেপারহাট শাখার কর্মকর্তা-কর্মচারীরা।
২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের দিন উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে। কেন্দ্রে ঘোষিত নির্বাচনের ফলাফলে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন অন্তিকের কর্মী-সমর্থকেরা ভোট পুনর্গণনার দাবিতে নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কেন্দ্রেই অবরুদ্ধ করেন। একপর্যায়ে তাঁরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করে হামলা চালান। এতে রুবেল মণ্ডল নামে এক বিজিবি সদস্য নিহত হন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী আট হামলাকারীকে আটক করে।
এই ঘটনার পরপরই গ্রেপ্তার এড়াতে কেন্দ্রের পাশের মাঝা পাড়া, কবিরাজ পাড়া, চেয়ারম্যান পাড়া, বানিয়া পাড়া, শাহা পাড়া, ছলে পাড়া, চসিয়া পাড়া, এনামুল পাড়া, পোদ্দার পাড়া ও বুল্লাই পাড়া পুরুষশূন্য হয়ে যায়। দুই দিন থেকে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে টেপারহাটের শতাধিক দোকান।
কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় পার করছেন। ব্যাংকের কর্মকর্তা রায়হান কবির জানান, ‘লেনদেন বলতে শুধু বিদ্যুতের বিল ও এনজিওগুলোর কিস্তির টাকা। সেগুলো আসছে অন্য এলাকা থেকে।’
মাঝাপাড়ার বাসিন্দা বৃদ্ধ গিয়াস উদ্দিন বলেন, ‘পুরুষেরা না থাকায় নানা সমস্যার মধ্যে পড়েছি। মজুর না পাওয়ায় খেতের মধ্যে পাকা ধান ঝরে পড়ছে। আলুর খেতে ওষুধ দিতে পারছি না। বোরো বীজতলা তৈরি করাও সম্ভব হচ্ছে না।’
পাহাড়ী পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ এজাজুল ইসলাম বলেন, ‘দুই দিন থেকে চারজন মুসল্লি নিয়ে নামাজ আদায় করছি। যেখানে প্রতি ওয়াক্তে ৫০ থেকে ৫৫ জন মুসল্লি নামাজ আদায় করতেন। মসজিদসংলগ্ন হাফেজিয়া মাদ্রাসাটিও বন্ধ।’
কেন্দ্রে সহিংসতার ঘটনায় ৯৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করে মামলা করেছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ললিত চন্দ্র রায়। পুলিশ ওই মামলায় গ্রেপ্তার আটজন আসামিকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। এ মামলার প্রধান আসামি বর্তমান চেয়ারম্যান ও পরাজিত প্রার্থী মারুফ হোসেন অন্তিক।
নির্বাচনী সহিংসতার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার এড়াতে বাড়ি ছেড়ে পালিয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ১০টি পাড়ার পুরুষেরা। তালা ঝুলছে এলাকার একমাত্র বাজার টেপারহাটের শতাধিক দোকানে। গ্রাহক না থাকায় অলস সময় পার করছেন কৃষি ব্যাংকের টেপারহাট শাখার কর্মকর্তা-কর্মচারীরা।
২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের দিন উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে। কেন্দ্রে ঘোষিত নির্বাচনের ফলাফলে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন অন্তিকের কর্মী-সমর্থকেরা ভোট পুনর্গণনার দাবিতে নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কেন্দ্রেই অবরুদ্ধ করেন। একপর্যায়ে তাঁরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করে হামলা চালান। এতে রুবেল মণ্ডল নামে এক বিজিবি সদস্য নিহত হন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী আট হামলাকারীকে আটক করে।
এই ঘটনার পরপরই গ্রেপ্তার এড়াতে কেন্দ্রের পাশের মাঝা পাড়া, কবিরাজ পাড়া, চেয়ারম্যান পাড়া, বানিয়া পাড়া, শাহা পাড়া, ছলে পাড়া, চসিয়া পাড়া, এনামুল পাড়া, পোদ্দার পাড়া ও বুল্লাই পাড়া পুরুষশূন্য হয়ে যায়। দুই দিন থেকে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে টেপারহাটের শতাধিক দোকান।
কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় পার করছেন। ব্যাংকের কর্মকর্তা রায়হান কবির জানান, ‘লেনদেন বলতে শুধু বিদ্যুতের বিল ও এনজিওগুলোর কিস্তির টাকা। সেগুলো আসছে অন্য এলাকা থেকে।’
মাঝাপাড়ার বাসিন্দা বৃদ্ধ গিয়াস উদ্দিন বলেন, ‘পুরুষেরা না থাকায় নানা সমস্যার মধ্যে পড়েছি। মজুর না পাওয়ায় খেতের মধ্যে পাকা ধান ঝরে পড়ছে। আলুর খেতে ওষুধ দিতে পারছি না। বোরো বীজতলা তৈরি করাও সম্ভব হচ্ছে না।’
পাহাড়ী পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ এজাজুল ইসলাম বলেন, ‘দুই দিন থেকে চারজন মুসল্লি নিয়ে নামাজ আদায় করছি। যেখানে প্রতি ওয়াক্তে ৫০ থেকে ৫৫ জন মুসল্লি নামাজ আদায় করতেন। মসজিদসংলগ্ন হাফেজিয়া মাদ্রাসাটিও বন্ধ।’
কেন্দ্রে সহিংসতার ঘটনায় ৯৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করে মামলা করেছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ললিত চন্দ্র রায়। পুলিশ ওই মামলায় গ্রেপ্তার আটজন আসামিকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। এ মামলার প্রধান আসামি বর্তমান চেয়ারম্যান ও পরাজিত প্রার্থী মারুফ হোসেন অন্তিক।
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
১ ঘণ্টা আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে