Ajker Patrika

বিরলে ট্রাক-থ্রি-হুইলারের সংঘর্ষে যাত্রী নিহত 

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৫: ৪৫
বিরলে ট্রাক-থ্রি-হুইলারের সংঘর্ষে যাত্রী নিহত 

দিনাজপুরের বিরলে ট্রাকের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষে লক্ষ্মীকান্ত দাস (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার তৈয়বপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত লক্ষ্মী কান্ত দাস দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মাহেরপুর গ্রামের মৃত শম্ভু চন্দ্র দাসের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে একটি থ্রি-হুইলার বোচাগঞ্জ থেকে দিনাজপুর শহরের দিকে আসছিল। উপজেলার তৈয়বপুর বটতলা এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে থ্রি-হুইলারটির সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলার ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় থ্রি-হুইলারে থাকা যাত্রী লক্ষীকান্ত দাস ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর এক যাত্রী। 

বিরল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত যাত্রী দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে প্রাথমিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। 

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা ঘটনাটি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত