Ajker Patrika

গোবিন্দগঞ্জে নৈশকোচের ধাক্কায় নিহত ১, আহত ৩ 

গাইবান্ধা ও পলাশবাড়ি প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১১: ৪৪
গোবিন্দগঞ্জে নৈশকোচের ধাক্কায় নিহত ১, আহত ৩ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নৈশকোচের ধাক্কায় অটোরিকশার শফিকুল ইসলাম (২৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে অটোরিকশায় থাকা ইসলাম মিয়াসহ (৩৫) তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত শফিকুল পলাশবাড়ী উপজেলার হরিনাথ গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে। 

আজ সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার গাইবান্ধা-নাকাইহাট সড়কের কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শফিকুল ইসলাম ও ইসলাম মিয়া নাকাইহাট বাজার থেকে অটোরিকশাযোগে বাড়ির দিকে আসছিলেন। গাইবান্ধা শহর থেকে ফ্রেন্ডশিপ নামে একটি নৈশকোচ গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার পথে গাইবান্ধা-নাকাইহাট সড়কের কামারপাড়ায় এলাকায় গেলে অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা শফিকুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। আহত হন চালকসহ তিনজন। তাৎক্ষণিকভাবে আহতদের সবার নাম জানা যায়নি। তবে শফিকুল ইসলাম নামে এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় নৈশকোচটি পালিয়ে যায়। 

পলাশবাড়ী উপজেলার চেয়ারম্যান কবির হোসাইন জাহাঙ্গীর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

হরিনাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ রায়হান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহত তিনজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত