Ajker Patrika

তেঁতুলিয়ায় ২৭টি ভারতীয় গরু জব্দ

প্রতিনিধি, তেঁতুলিয়া (পঞ্চগড়) 
আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৬: ৫২
তেঁতুলিয়ায় ২৭টি ভারতীয় গরু জব্দ

পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার ভূতিপুকুর সীমান্ত এলাকা থেকে অবৈধ পথে আসা ২৭টি ভারতীয় গরু উদ্ধার করেছে উপজেলা মডেল থানা–পুলিশ। গত রোববার (৪ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভজনপুর ইউনিয়ন ভূতিপুকুর এলাকার জামির নামে এক চোরাকারবারির বাড়ি থেকে ওই গরুগুলো আটক করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা-পুলিশের এস আই ইয়াকুব এর নেতৃত্বে একটি টহল দল তছলিম হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর বাড়ি থেকে ভারত থেকে অবৈধভাবে আনা ভারতীয় গরুগুলো উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি পেয়ে পালিয়ে যান তছলিম। উদ্ধার হওয়া গরুগুলোর বিক্রয় মূল্য প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা। বর্তমানে গরুগুলো তেঁতুলিয়া মডেল থানার পুলিশের হেফাজতে রয়েছেন। 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া ভারতীয় গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত