গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
আজ সোমবার বিকেলে সাঘাটা উপজেলার হাট ভরতখালী মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয়রা জানায়, সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়া এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে সাঘাটার নিজ বাড়ির দিকে ফেরার পথে হাট ভরতখালী এলাকায় পথরোধ করে একদল দুর্বৃত্ত। পরে তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে লোহার রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করান; পরে তাঁকে উন্নত চিকিৎসার ঢাকায় পাঠানো হয়।
আহতের মা জহুরা খাতুন বলেন, ‘আমার ছেলে গতকাল রোববার অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে আমার ভাতিজি ফারজানা রাব্বী বুবলীর হয়ে কাজ করার কারণেই এই হামলা হয়েছে। আমি এই হামলাকারীদের দ্রুত বিচার চাই।’
আহতের বোন ফারিয়া রাব্বী বলেন, ‘আমার ভাই সাঘাটা-ফুলছড়ি আসনের নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপনের বিপক্ষে গিয়ে আমার চাচাতো বোন স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর পক্ষে কাজ করায় ভরতখালী ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট নিজেসহ তাঁর দলবল এই হামলা চালায়।’
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, সাঘাটা উপজেলার হাট ভরতখালী এলাকায় সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের ওপর হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে, নির্বাচন-পরবর্তী সহিংসতায় এ হামলার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা তাঁর ওপর হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
গাইবান্ধা জেলা হাসপাতালে দায়িত্বরত ডা. আজমিন নাহার লিন্ডা আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীর শরীরে গুরুতর জখম আছে। আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, গাইবান্ধা-৫ আসনের ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
আজ সোমবার বিকেলে সাঘাটা উপজেলার হাট ভরতখালী মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয়রা জানায়, সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়া এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে সাঘাটার নিজ বাড়ির দিকে ফেরার পথে হাট ভরতখালী এলাকায় পথরোধ করে একদল দুর্বৃত্ত। পরে তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে লোহার রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করান; পরে তাঁকে উন্নত চিকিৎসার ঢাকায় পাঠানো হয়।
আহতের মা জহুরা খাতুন বলেন, ‘আমার ছেলে গতকাল রোববার অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে আমার ভাতিজি ফারজানা রাব্বী বুবলীর হয়ে কাজ করার কারণেই এই হামলা হয়েছে। আমি এই হামলাকারীদের দ্রুত বিচার চাই।’
আহতের বোন ফারিয়া রাব্বী বলেন, ‘আমার ভাই সাঘাটা-ফুলছড়ি আসনের নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপনের বিপক্ষে গিয়ে আমার চাচাতো বোন স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর পক্ষে কাজ করায় ভরতখালী ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট নিজেসহ তাঁর দলবল এই হামলা চালায়।’
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, সাঘাটা উপজেলার হাট ভরতখালী এলাকায় সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের ওপর হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে, নির্বাচন-পরবর্তী সহিংসতায় এ হামলার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা তাঁর ওপর হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
গাইবান্ধা জেলা হাসপাতালে দায়িত্বরত ডা. আজমিন নাহার লিন্ডা আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীর শরীরে গুরুতর জখম আছে। আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, গাইবান্ধা-৫ আসনের ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৩৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে