পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে দুই মাথাওয়ালা এক নবজাতকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) বেলা সোয়া ১১টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ছেলেশিশুটির জন্ম হয়। পরে বেলা সোয়া ১টার দিকে নবজাতক শিশু পর্যবেক্ষণকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
হাসপাতাল সূত্রে জানা যায়, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মাজেদুল-সুরভি দম্পতির দুই মাথাওয়ালা এক নবজাতকের জন্ম হয়। ওই দম্পতি পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসকের পরামর্শে গত শনিবার বিকেলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয় সুরভি আক্তারকে। এরপর চিকিৎসার মাঝে গতকাল সোমবার আলট্রাসনোগ্রাম করা হলে চিকিৎসক জানান, তাঁর গর্ভে দুটি সন্তান রয়েছে। আজ বেলা সোয়া ১১টার সময় দুই মাথা নিয়ে ছেলে নবজাতক শিশুটির জন্ম হয়। এরপর নবজাতক শিশুটিকে হাসপাতালের নবজাতক পর্যবেক্ষণকেন্দ্রে অবজারভেশনে রাখেন চিকিৎসকেরা।
শিশুটির বাবা মাজেদুল ইসলাম বলেন, ‘গতকাল স্ত্রীর আলট্রাসনোগ্রাম করেছিলাম। চিকিৎসক বলেছেন, দুটি বাচ্চা আছে। এরপর আজকে তার জন্ম হয়। শরীরের সব স্বাভাবিক থাকলেও মাথা দুইটা।’
এ সময় নবজাতক শিশু পর্যবেক্ষণকেন্দ্রে দায়িত্বে থাকা চিকিৎসক শিশু বিশেষজ্ঞ আবু সায়েম বলেন, ‘আজ সিজারিয়ান সেকশনে অপারেশন হলে দুই মাথার বাচ্চাটির জন্ম হয়। এদিকে ডেলিভারির সময় পার করে শিশুটির মা আমাদের কাছে এসেছিলেন। মায়ের পেটে পানি কম ছিল। বাচ্চা মায়ের পেটে মেকোনিয়াম পাস করেছে। যার কারণে বাচ্চাদের রেসপেক্ট ডিসট্রেস প্রচণ্ড রকম ছিল।’
এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল কাশেম বলেন, ‘শিশুটির অবস্থা ক্রিটিক্যালসহ মায়ের পেটে ময়লা খাওয়ায় অসুস্থ হয়ে পড়ে। জন্মের পর আমরা পরীক্ষায় রেখেছি। এর পরে বেলা সোয়া ১টার দিকে শিশুটি মারা যায়। কনজয়েন টুইনের কারণে এমন বাচ্চা ভূমিষ্ঠ হয়। মায়ের পেটে ভ্রূণ অনেক সময় বৃদ্ধি হওয়ার কারণে তা আলাদা হতে পারে না।’
পঞ্চগড়ে দুই মাথাওয়ালা এক নবজাতকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) বেলা সোয়া ১১টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ছেলেশিশুটির জন্ম হয়। পরে বেলা সোয়া ১টার দিকে নবজাতক শিশু পর্যবেক্ষণকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
হাসপাতাল সূত্রে জানা যায়, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মাজেদুল-সুরভি দম্পতির দুই মাথাওয়ালা এক নবজাতকের জন্ম হয়। ওই দম্পতি পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসকের পরামর্শে গত শনিবার বিকেলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয় সুরভি আক্তারকে। এরপর চিকিৎসার মাঝে গতকাল সোমবার আলট্রাসনোগ্রাম করা হলে চিকিৎসক জানান, তাঁর গর্ভে দুটি সন্তান রয়েছে। আজ বেলা সোয়া ১১টার সময় দুই মাথা নিয়ে ছেলে নবজাতক শিশুটির জন্ম হয়। এরপর নবজাতক শিশুটিকে হাসপাতালের নবজাতক পর্যবেক্ষণকেন্দ্রে অবজারভেশনে রাখেন চিকিৎসকেরা।
শিশুটির বাবা মাজেদুল ইসলাম বলেন, ‘গতকাল স্ত্রীর আলট্রাসনোগ্রাম করেছিলাম। চিকিৎসক বলেছেন, দুটি বাচ্চা আছে। এরপর আজকে তার জন্ম হয়। শরীরের সব স্বাভাবিক থাকলেও মাথা দুইটা।’
এ সময় নবজাতক শিশু পর্যবেক্ষণকেন্দ্রে দায়িত্বে থাকা চিকিৎসক শিশু বিশেষজ্ঞ আবু সায়েম বলেন, ‘আজ সিজারিয়ান সেকশনে অপারেশন হলে দুই মাথার বাচ্চাটির জন্ম হয়। এদিকে ডেলিভারির সময় পার করে শিশুটির মা আমাদের কাছে এসেছিলেন। মায়ের পেটে পানি কম ছিল। বাচ্চা মায়ের পেটে মেকোনিয়াম পাস করেছে। যার কারণে বাচ্চাদের রেসপেক্ট ডিসট্রেস প্রচণ্ড রকম ছিল।’
এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল কাশেম বলেন, ‘শিশুটির অবস্থা ক্রিটিক্যালসহ মায়ের পেটে ময়লা খাওয়ায় অসুস্থ হয়ে পড়ে। জন্মের পর আমরা পরীক্ষায় রেখেছি। এর পরে বেলা সোয়া ১টার দিকে শিশুটি মারা যায়। কনজয়েন টুইনের কারণে এমন বাচ্চা ভূমিষ্ঠ হয়। মায়ের পেটে ভ্রূণ অনেক সময় বৃদ্ধি হওয়ার কারণে তা আলাদা হতে পারে না।’
সিলেটে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) জেলা ও মহানগরের উদ্যোগে এই সংগীত পরিবেশন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শাহবাগে জাতীয় সংগীত গাওয়ার সময় বাধা দেওয়ার চেষ্টাকে অবমানন
১৫ মিনিট আগেপটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় এক ঠিকাদারের ব্যবসাপ্রতিষ্ঠান ও কার্যালয়ে বিএনপি নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা সেখানে ভাঙচুর ও ঠিকাদারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেন। এ সময় রামদার কোপে ১০-১২ জন আহত হন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধানখালী ইউনিয়নের
২৮ মিনিট আগেযশোরের মনিরামপুরে শিক্ষা মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি প্রাইভেট কারের ধাক্কায় শাহিনুর রহমান শাহীন (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের আগরহাটি স্টার ব্রিকসের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় প্রাইভেট কারটিতে প্রধানমন্ত্রীর দপ্তরের শিক্ষা সহায়তা
৩৪ মিনিট আগেনিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে আটক হওয়া সেই যুবক এবার ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা করেছেন। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আদালত-১) মো. আবু বকর সিদ্দিকের আদালতে এই মামলার আবেদন করেন।
৩৫ মিনিট আগে