কুড়িগ্রাম প্রতিনিধি
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেয়েছে। নাব্যতা-সংকট দূর হওয়ায় দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, ‘নাব্যতা-সংকটের কারণে কয়েক মাস ফেরি চলাচল বন্ধ ছিল। নদের পানি বৃদ্ধি পাওয়ায় আজ দুপুরে ফেরি কুঞ্জলতা যাত্রী ও তিনটি পরিবহন নিয়ে রৌমারীর উদ্দেশে ছেড়ে যায়। আপাতত এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।’
এর আগে গতকাল বুধবার বিকেলে পরীক্ষামূলকভাবে ফেরি কুঞ্জলতা রৌমারী ঘাট থেকে ছেড়ে চিলমারী নৌবন্দরে পৌঁছায়।
এদিকে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রী ও ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। ফেরি বন্ধ থাকায় শুধু যাত্রীরা নন, ভোগান্তিতে পড়েছিলেন পণ্য পরিবহনকারী ব্যবসায়ীরাও। দীর্ঘ কয়েক মাস পর ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তাঁরা।
ব্যবসায়ী শহিদুর রহমান বলেন, ‘ফেরি চলাচল বন্ধ থাকায় আমরা পণ্যবাহী যান পারাপার করতে পারছিলাম না। এখন আবার সেই সুযোগ চালু হওয়ায় আমরা স্বস্তি পেলাম। কিন্তু কত দিন চালু থাকে, সেটা নিয়ে সন্দিহান। নিয়মিত যাতে ফেরি চলাচল করতে পারে সে ব্যবস্থা করা উচিত।’
রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক নেতা নাহিদ হাসান বলেন, ‘এটা স্বস্তির খবর। আমাদের এলাকার যাত্রী এবং ব্যবসায়ীরা উপকৃত হবেন। বিশেষ করে সামনে কোরবানি ঈদযাত্রা স্বস্তির হবে। নাব্যতা-সংকটে যাতে ফেরি চলাচল আবার বন্ধ না হয়, সে জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে অনুরোধ এই নৌপথটি খননের মাধ্যমে স্থায়ী সমাধান করুন। এতে করে এই এলাকার মানুষের ভোগান্তি দূর হবে।’
গত বছরের ডিসেম্বরে ফেরি চলাচল বন্ধ হলে ব্রহ্মপুত্র নদের নাব্যতা-সংকট কাটাতে ড্রেজিং করেও তেমন সুফল মিল ছিল না। তাই খননকাজ বন্ধ রেখেছিল বিআইডব্লিউটিএ। ফেরি চলাচলও বন্ধ ছিল।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর ড্রেজিং কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘ব্রহ্মপুত্র নদের গতিপথ প্রতিনিয়ত বদলায়। ড্রেজিং করার পরদিনই ফের উজানের পানির সঙ্গে আসা পলিতে ভরে উঠে। আমরা একাধিকবার ড্রেজিং করেও ফেরি চলাচল স্বাভাবিক করতে পারিনি। তাই ড্রেজিং বন্ধ রাখা হয়েছিল। এখন নদে পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।’
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেয়েছে। নাব্যতা-সংকট দূর হওয়ায় দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, ‘নাব্যতা-সংকটের কারণে কয়েক মাস ফেরি চলাচল বন্ধ ছিল। নদের পানি বৃদ্ধি পাওয়ায় আজ দুপুরে ফেরি কুঞ্জলতা যাত্রী ও তিনটি পরিবহন নিয়ে রৌমারীর উদ্দেশে ছেড়ে যায়। আপাতত এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।’
এর আগে গতকাল বুধবার বিকেলে পরীক্ষামূলকভাবে ফেরি কুঞ্জলতা রৌমারী ঘাট থেকে ছেড়ে চিলমারী নৌবন্দরে পৌঁছায়।
এদিকে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রী ও ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। ফেরি বন্ধ থাকায় শুধু যাত্রীরা নন, ভোগান্তিতে পড়েছিলেন পণ্য পরিবহনকারী ব্যবসায়ীরাও। দীর্ঘ কয়েক মাস পর ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তাঁরা।
ব্যবসায়ী শহিদুর রহমান বলেন, ‘ফেরি চলাচল বন্ধ থাকায় আমরা পণ্যবাহী যান পারাপার করতে পারছিলাম না। এখন আবার সেই সুযোগ চালু হওয়ায় আমরা স্বস্তি পেলাম। কিন্তু কত দিন চালু থাকে, সেটা নিয়ে সন্দিহান। নিয়মিত যাতে ফেরি চলাচল করতে পারে সে ব্যবস্থা করা উচিত।’
রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক নেতা নাহিদ হাসান বলেন, ‘এটা স্বস্তির খবর। আমাদের এলাকার যাত্রী এবং ব্যবসায়ীরা উপকৃত হবেন। বিশেষ করে সামনে কোরবানি ঈদযাত্রা স্বস্তির হবে। নাব্যতা-সংকটে যাতে ফেরি চলাচল আবার বন্ধ না হয়, সে জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে অনুরোধ এই নৌপথটি খননের মাধ্যমে স্থায়ী সমাধান করুন। এতে করে এই এলাকার মানুষের ভোগান্তি দূর হবে।’
গত বছরের ডিসেম্বরে ফেরি চলাচল বন্ধ হলে ব্রহ্মপুত্র নদের নাব্যতা-সংকট কাটাতে ড্রেজিং করেও তেমন সুফল মিল ছিল না। তাই খননকাজ বন্ধ রেখেছিল বিআইডব্লিউটিএ। ফেরি চলাচলও বন্ধ ছিল।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর ড্রেজিং কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘ব্রহ্মপুত্র নদের গতিপথ প্রতিনিয়ত বদলায়। ড্রেজিং করার পরদিনই ফের উজানের পানির সঙ্গে আসা পলিতে ভরে উঠে। আমরা একাধিকবার ড্রেজিং করেও ফেরি চলাচল স্বাভাবিক করতে পারিনি। তাই ড্রেজিং বন্ধ রাখা হয়েছিল। এখন নদে পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।’
বগুড়ার কাহালু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহযোগিতায় ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কাহালু থানা-পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালাই ইউনিয়নের বার মাইল-তিন দিঘি গামী পাকা রাস্তার কুর্নিপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
৩৭ মিনিট আগেবগুড়ায় আদালতের হাজতখানা থেকে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি পালানোর ঘটনায় ছয় পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন। প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন আদালত হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া..
৪০ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অন্তত ১৫ শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে এক ছাত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষার্থী হলেন লোকপ্রশাসন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের ছাত্রী জান্নাতুল মাওয়া স্নেহা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী কমিটির নিকট সামাজিক...
৪২ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) ও শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা ৷ এতে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
১ ঘণ্টা আগে