উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে জমিজমার বিরোধকে কেন্দ্র করে মরিয়ম বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই বৃদ্ধা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নে। ওই বৃদ্ধার পরিবার এ নিয়ে থানায় অভিযোগ করার দুই দিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ। পুলিশের ভাষ্য, অ্যাসিড নিক্ষেপের ঘটনাটি সন্দেহজনক হওয়ায় তা অধিকতর তদন্তের প্রয়োজন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী এলাকার মঞ্জু মিয়া (৪৮) ও তাঁর প্রতিবেশী রফিকুল ইসলাম রানুর (৪৮) পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ চলছে। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মঞ্জু মিয়ার ছোট ভাই মজনু মিয়া (৩৮) বাড়ির পাশে পুকুর থেকে মাছ ধরে বাড়িতে ফিরছিলেন। রানুর বাড়ির সামনে পৌঁছালে তাঁরা মঞ্জু মিয়াকে গালিগালাজ করতে থাকে। এ সময় মঞ্জু মিয়া ঘটনার প্রতিবাদ করলে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে মঞ্জু মিয়ার মা মরিয়ম বেগম ও স্ত্রী শিউলী বেগম (৩৫) এগিয়ে আসেন। এ সময় রানুর পরিবারের লোকজন মঞ্জুর পরিবারের সবাইকে মারধর করেন। একপর্যায়ে রানু মিয়ার সঙ্গে প্লাস্টিকের বোতলে থাকা অ্যাসিড মরিয়ম বেগমের মুখে ও কপালে ঢেলে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগ সূত্রে আরও জানা গেছে, অ্যাসিড নিক্ষেপের পর মরিয়ম বেগমসহ আহতদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে মরিয়ম বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি রংপুরে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
এদিকে ঘটনার দিন রাতেই মঞ্জু মিয়া বাদী হয়ে রফিকুল ইসলামকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে উলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মঞ্জু মিয়ার দাবি, প্রতিপক্ষ তাঁর মায়ের মাথায় ও মুখে অ্যাসিড ছুড়ে মারেন। ঘটনার দিন শনিবার রাতেই থানায় অভিযোগ দিলেও তা সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত মামলা হিসেবে গ্রহণ করেনি পুলিশ। তিনি বলেন, ‘বর্তমানে আমার মায়ের অবস্থা সংকটাপন্ন।’
অ্যাসিড নিক্ষেপের বিষয়ে রফিকুল ইসলাম রানুর সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, মঞ্জু মিয়ার পরিবারের সঙ্গে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। সেখানে অ্যাসিড নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করলেই সত্যতা বেরিয়ে আসবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ওই দিন দুপুরে মরিয়ম বেগম নামে এক বৃদ্ধা হাসপাতালে ভর্তি হন। তাঁর মুখে ও মাথায় কেমিক্যাল জাতীয় পদার্থ ছোড়া হয়েছে। আঘাতপ্রাপ্ত স্থানে অতিরিক্ত জ্বালাপোড়ার কারণে তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে কী ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে তা নিশ্চিত করতে পারবেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, অ্যাসিড নিক্ষেপের ঘটনাটি সন্দেহজনক। তাই বিষয়টি অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুড়িগ্রামের উলিপুরে জমিজমার বিরোধকে কেন্দ্র করে মরিয়ম বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই বৃদ্ধা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নে। ওই বৃদ্ধার পরিবার এ নিয়ে থানায় অভিযোগ করার দুই দিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ। পুলিশের ভাষ্য, অ্যাসিড নিক্ষেপের ঘটনাটি সন্দেহজনক হওয়ায় তা অধিকতর তদন্তের প্রয়োজন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী এলাকার মঞ্জু মিয়া (৪৮) ও তাঁর প্রতিবেশী রফিকুল ইসলাম রানুর (৪৮) পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ চলছে। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মঞ্জু মিয়ার ছোট ভাই মজনু মিয়া (৩৮) বাড়ির পাশে পুকুর থেকে মাছ ধরে বাড়িতে ফিরছিলেন। রানুর বাড়ির সামনে পৌঁছালে তাঁরা মঞ্জু মিয়াকে গালিগালাজ করতে থাকে। এ সময় মঞ্জু মিয়া ঘটনার প্রতিবাদ করলে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে মঞ্জু মিয়ার মা মরিয়ম বেগম ও স্ত্রী শিউলী বেগম (৩৫) এগিয়ে আসেন। এ সময় রানুর পরিবারের লোকজন মঞ্জুর পরিবারের সবাইকে মারধর করেন। একপর্যায়ে রানু মিয়ার সঙ্গে প্লাস্টিকের বোতলে থাকা অ্যাসিড মরিয়ম বেগমের মুখে ও কপালে ঢেলে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগ সূত্রে আরও জানা গেছে, অ্যাসিড নিক্ষেপের পর মরিয়ম বেগমসহ আহতদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে মরিয়ম বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি রংপুরে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
এদিকে ঘটনার দিন রাতেই মঞ্জু মিয়া বাদী হয়ে রফিকুল ইসলামকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে উলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মঞ্জু মিয়ার দাবি, প্রতিপক্ষ তাঁর মায়ের মাথায় ও মুখে অ্যাসিড ছুড়ে মারেন। ঘটনার দিন শনিবার রাতেই থানায় অভিযোগ দিলেও তা সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত মামলা হিসেবে গ্রহণ করেনি পুলিশ। তিনি বলেন, ‘বর্তমানে আমার মায়ের অবস্থা সংকটাপন্ন।’
অ্যাসিড নিক্ষেপের বিষয়ে রফিকুল ইসলাম রানুর সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, মঞ্জু মিয়ার পরিবারের সঙ্গে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। সেখানে অ্যাসিড নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করলেই সত্যতা বেরিয়ে আসবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ওই দিন দুপুরে মরিয়ম বেগম নামে এক বৃদ্ধা হাসপাতালে ভর্তি হন। তাঁর মুখে ও মাথায় কেমিক্যাল জাতীয় পদার্থ ছোড়া হয়েছে। আঘাতপ্রাপ্ত স্থানে অতিরিক্ত জ্বালাপোড়ার কারণে তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে কী ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে তা নিশ্চিত করতে পারবেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, অ্যাসিড নিক্ষেপের ঘটনাটি সন্দেহজনক। তাই বিষয়টি অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে