Ajker Patrika

গাইবান্ধায় আলুবোঝাই ট্রলিকে ধাক্কা দিল ট্রাক, তরুণ নিহত

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৪, ১৬: ২৬
গাইবান্ধায় আলুবোঝাই ট্রলিকে ধাক্কা দিল ট্রাক, তরুণ নিহত

গাইবান্ধা সদরে আলুবোঝাই ট্রলিকে পাথরবোঝায় ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রলিচালক শিমুল মিয়া (২০) নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের খোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিমুল মিয়া সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আমবাগান গ্রামের বাসিন্দা। তিনি দুর্ঘটনাকবলিত পাওয়ার টিলারের চালক ছিলেন। 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।’ 

স্থানীয়দের বরাত দিয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম রেজা নিলু বলেন, নিজ গ্রাম থেকে শিমুল মিয়া ট্রলিতে করে আলু নিয়ে গাইবান্ধা জেলা শহরের দিকে আসছিলেন। পথে খোলাবাড়ী এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে ছিল তাঁর যানটি। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা ফুলছড়ির ভরতখালীগামী পাথরবোঝায় ট্রাক পেছন থেকে ট্রলিকে ধাক্কা দেয়।

ট্রাকের ধাক্কায় শিমুল মিয়া ট্রলি থেকে ছিটকে সড়কের ওপর পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত