Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ৫৬
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পুকুরে ডুবে সম্পদ কুমার (৭) ও মহারানী (৩) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার রুহিয়া থানার চামেশ্বরী মহেনপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সম্পদ কুমার ও মহারানী একই গ্রামের দয়াল চন্দ্র বর্মণ ও ইতি রানি দম্পতির সন্তান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে দুই ভাই–বোন বাড়ির পেছনে পুকুর পাড়ে খেলছিল। এ সময় তাদের বাবা পুকুরের পাশে কৃষিজমিতে কাজ করছিলেন। পরে তাদের রেখে বাবা দয়াল চন্দ্র বর্মণ কিছু সময়ের জন্য বাড়িতে যান। 

এর মধ্যে খেলাধুলার একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। বাড়ি থেকে ফিরে দয়াল বর্মণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তল্লাশি শুরু করেন। পরে পুকুর থেকে দুই ভাই বোনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বলেন, এক সঙ্গে আপন দুই ভাইবোনের মৃত্যুতে ইউপি কার্যালয় থেকে শোক প্রকাশ করা হয়েছে। তবে দুই শিশুর এমন করুণ মৃত্যুর জন্য তিনি অভিভাবকের অসচেতনতাকে দায়ী করেছেন। 

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকার করতে বলেছি। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত