আল মামুন জীবন, বোদা (পঞ্চগড়) থেকে
পঞ্চগড়ের বোদায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা মংলু রামের জামাই বিনয় কুমার (৪৫)। সঙ্গে ছিলেন বোন, স্ত্রী, বাবা, শ্যালকসহ ছয় স্বজন। করতোয়া নদের মাঝ বরাবর নৌকা ডুবে গেলে জামাই কোনো রকম বেঁচে গেলেও বাকি সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।
একসঙ্গে পাঁচ স্বজনকে হারিয়ে বাকরুদ্ধ ষাটোর্ধ্ব মংলু রাম। তাঁর বাড়ি বোদা উপজেলার মারেয়া ইউনিয়নের বটতলী গ্রামে। জামাইয়ের বাড়ি একই ইউনিয়নের তেপু ঘরিয়া গ্রামে।
কান্নাজড়িত কণ্ঠে মংলু বলেন, গত রোববার মহালয়ার দিন বদেশ্বরী মন্দিরে ভক্তি করতে পুণ্যার্থীদের সঙ্গে পারুল রানী (৩৫), জামাই বিনয় কুমার, বড় ছেলে হরি কিশোর (৪৫), তাঁর স্ত্রী কনিকা রানী (৩০), তাঁর বোন মনিকা রানী (২৭) এবং কনিকা ও মনিকার বাবা সরেন রায় (৫৫) নৌকায় ওঠেন। নৌকা ডুবে যাওয়ার পর জামাই সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। পরে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
পরিবারের বড় সন্তান হরি কিশোর ট্রাক্টর দিয়ে হাল চাষা করে সংসারের খরচ বহন করতেন। মংলু বলেন, ‘এখন আমি বয়স্ক মানুষ, সংসার কীভাবে চলবে, কীভাবে বাকি জীবনটা পার করবো! কঠিন সমস্যায় পড়ে গেলাম। তবুও মায়ের কাছে প্রার্থনা করি, সকলেই যেন স্বর্গবাসী হয়।’
মংলুর ভাতিজা সুরেশ চন্দ্র রায় বলেন, ‘একসঙ্গে জামাই, মেয়ে, বড় ছেলেসহ ছয়জনকে হারানোর বেদনায় কাতর তিনি। পুরো বাড়ি এখন ফাঁকা হয়ে পড়ে থাকবে। একসঙ্গে ৫ জনের মৃত্যু, বাড়িতে শোক করার লোকও নাই।’
এদিকে দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর গ্রামের একই পরিবারের চারজন রয়েছেন মৃতদের তালিকায়। তাঁরা হলেন—ওই গ্রামের রবিন রায়ের স্ত্রী তারা রায় (২২), ছেলে বিষ্ণু রায় (৩), ছোট ভাই কার্তিক রায়ের স্ত্রী লক্ষ্মী রানী (২৫) ও বড় ভাই বাবুল রায়ের ছেলে দীপঙ্করও (৩)।
এলাকায় গিয়ে দেখা গেছে, স্বজনদের আহাজারিতে গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে। স্ত্রী ও শিশু সন্তানকে হারিয়ে রবিন রায় পাগলপ্রায়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘বাচ্চাটা খুব বায়না ধরেছিল নতুন কাপড় নেবে। আমি বলেছিলাম, মহালয়া শেষ হলে তারপর কিনে দেব। আমার বাচ্চার আর নতুন কাপড় পরা হলো না। আমার আজ সব শেষ হয়ে গেল। কী নিয়ে বেঁচে থাকব আমি!’
এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া দিপু বলেন, ‘রোববার বিকেলে মহালয়া দেখার জন্য যাচ্ছিলাম। নদীর মাঝখানে যাওয়ার পর হঠাৎ করে নৌকা দুলতে থাকে। তারপর আমি নিচে পড়ে যাই। সাঁতার কেটে পাড়ে আসি।’
আজ মঙ্গলবার সন্ধ্যায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘করতোয়া নদ থেকে উদ্ধার হওয়া হাসপাতালে বর্তমানে কেউ চিকিৎসাধীন নেই। ১৯ জন গত ৩ দিনে চিকিৎসা নিয়ে বাড়ীতে ফিরেছেন।’
ইউনিয়ন পরিষদ কার্যালয়ে খোলা কন্ট্রোল রুমে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বসে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করছেন।
আজ করতোয়া নদের আউলিয়া ঘাটে দিনভর স্বজনদের চেয়ে বেশি ভিড় করতে দেখা গেছে উৎসুক লোকজনের। ডুবুরি দলের উদ্ধার কাজ দেখতে এসেছেন বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ।
সন্ধ্যা ৭টায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেছে প্রশাসন। সন্ধ্যা পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে নারী ৩০ জন, পরুষ ১৭ জন এবং শিশু ২১ জন। উদ্ধার হওয়া মরহেদগুলের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৪ জন, আটোয়ারী উপজেলার ২ জন, দেবীগঞ্জ উপজেলার ১৮ জন, ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ জন এবং পঞ্চগড় সদর উপজেলার একজন।
পঞ্চগড়ের বোদায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা মংলু রামের জামাই বিনয় কুমার (৪৫)। সঙ্গে ছিলেন বোন, স্ত্রী, বাবা, শ্যালকসহ ছয় স্বজন। করতোয়া নদের মাঝ বরাবর নৌকা ডুবে গেলে জামাই কোনো রকম বেঁচে গেলেও বাকি সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।
একসঙ্গে পাঁচ স্বজনকে হারিয়ে বাকরুদ্ধ ষাটোর্ধ্ব মংলু রাম। তাঁর বাড়ি বোদা উপজেলার মারেয়া ইউনিয়নের বটতলী গ্রামে। জামাইয়ের বাড়ি একই ইউনিয়নের তেপু ঘরিয়া গ্রামে।
কান্নাজড়িত কণ্ঠে মংলু বলেন, গত রোববার মহালয়ার দিন বদেশ্বরী মন্দিরে ভক্তি করতে পুণ্যার্থীদের সঙ্গে পারুল রানী (৩৫), জামাই বিনয় কুমার, বড় ছেলে হরি কিশোর (৪৫), তাঁর স্ত্রী কনিকা রানী (৩০), তাঁর বোন মনিকা রানী (২৭) এবং কনিকা ও মনিকার বাবা সরেন রায় (৫৫) নৌকায় ওঠেন। নৌকা ডুবে যাওয়ার পর জামাই সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। পরে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
পরিবারের বড় সন্তান হরি কিশোর ট্রাক্টর দিয়ে হাল চাষা করে সংসারের খরচ বহন করতেন। মংলু বলেন, ‘এখন আমি বয়স্ক মানুষ, সংসার কীভাবে চলবে, কীভাবে বাকি জীবনটা পার করবো! কঠিন সমস্যায় পড়ে গেলাম। তবুও মায়ের কাছে প্রার্থনা করি, সকলেই যেন স্বর্গবাসী হয়।’
মংলুর ভাতিজা সুরেশ চন্দ্র রায় বলেন, ‘একসঙ্গে জামাই, মেয়ে, বড় ছেলেসহ ছয়জনকে হারানোর বেদনায় কাতর তিনি। পুরো বাড়ি এখন ফাঁকা হয়ে পড়ে থাকবে। একসঙ্গে ৫ জনের মৃত্যু, বাড়িতে শোক করার লোকও নাই।’
এদিকে দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর গ্রামের একই পরিবারের চারজন রয়েছেন মৃতদের তালিকায়। তাঁরা হলেন—ওই গ্রামের রবিন রায়ের স্ত্রী তারা রায় (২২), ছেলে বিষ্ণু রায় (৩), ছোট ভাই কার্তিক রায়ের স্ত্রী লক্ষ্মী রানী (২৫) ও বড় ভাই বাবুল রায়ের ছেলে দীপঙ্করও (৩)।
এলাকায় গিয়ে দেখা গেছে, স্বজনদের আহাজারিতে গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে। স্ত্রী ও শিশু সন্তানকে হারিয়ে রবিন রায় পাগলপ্রায়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘বাচ্চাটা খুব বায়না ধরেছিল নতুন কাপড় নেবে। আমি বলেছিলাম, মহালয়া শেষ হলে তারপর কিনে দেব। আমার বাচ্চার আর নতুন কাপড় পরা হলো না। আমার আজ সব শেষ হয়ে গেল। কী নিয়ে বেঁচে থাকব আমি!’
এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া দিপু বলেন, ‘রোববার বিকেলে মহালয়া দেখার জন্য যাচ্ছিলাম। নদীর মাঝখানে যাওয়ার পর হঠাৎ করে নৌকা দুলতে থাকে। তারপর আমি নিচে পড়ে যাই। সাঁতার কেটে পাড়ে আসি।’
আজ মঙ্গলবার সন্ধ্যায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘করতোয়া নদ থেকে উদ্ধার হওয়া হাসপাতালে বর্তমানে কেউ চিকিৎসাধীন নেই। ১৯ জন গত ৩ দিনে চিকিৎসা নিয়ে বাড়ীতে ফিরেছেন।’
ইউনিয়ন পরিষদ কার্যালয়ে খোলা কন্ট্রোল রুমে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বসে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করছেন।
আজ করতোয়া নদের আউলিয়া ঘাটে দিনভর স্বজনদের চেয়ে বেশি ভিড় করতে দেখা গেছে উৎসুক লোকজনের। ডুবুরি দলের উদ্ধার কাজ দেখতে এসেছেন বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ।
সন্ধ্যা ৭টায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেছে প্রশাসন। সন্ধ্যা পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে নারী ৩০ জন, পরুষ ১৭ জন এবং শিশু ২১ জন। উদ্ধার হওয়া মরহেদগুলের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৪ জন, আটোয়ারী উপজেলার ২ জন, দেবীগঞ্জ উপজেলার ১৮ জন, ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ জন এবং পঞ্চগড় সদর উপজেলার একজন।
ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানে (পার্ক) অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন। গুঁড়িয়ে দেওয়া স্থাপনার মধ্যে ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চও রয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত পার্কের ভেতর অবৈধভাবে গড়ে তোলা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।
১ মিনিট আগেমোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
৩৫ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
১ ঘণ্টা আগে