Ajker Patrika

নির্বাচনী আচারনবিধি লঙ্ঘন: হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যানকে শোকজ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
নির্বাচনী আচারনবিধি লঙ্ঘন: হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যানকে শোকজ

নির্বাচনী আচারনবিধি লঙ্ঘনের দায়ে লালমনিরহাট–১ আসনের হাতীবান্ধায় এক ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শনায় নোটিশ (শোকজ) করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আজ শুক্রবার কমিটির চেয়ারম্যান ও লালমনিরহাট ১ম আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ এরশাদ আলী এ শোকজ করেন। এতে তাকে আগামীকাল শনিবার নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে। 

অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক শ্যামল গড্ডিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

চিঠিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গড্ডিমারী বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন করতে যায় স্বতন্ত্র প্রার্থী (ইগল প্রতীক) আতাউর রহমান প্রধান। সেখানে বাধা দেয় শ্যামল ও তার লোকজন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর (শনিবার) স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়। 

এ বিষয়ে আবু বক্কর সিদ্দিক শ্যামল আজকের পত্রিকাকে বলেন, ‘শোকজের চিঠি পেয়েছি। তবে আতাউর রহমানকে কোন বাধা দেওয়া হয়নি, বরং আতাউর রহমানসহ তার লোকজন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছেন।’ 

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গড্ডিমারী বাজারে নৌকা ও ইগল সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে একে–অপরকে দোষারোপ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত