তেঁতুলিয়া (পঞ্চগড়), প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া একটি শীতপ্রধান উপজেলা। প্রতিবছর এখানে শীতের তীব্রতা বেশি থাকে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় নভেম্বর মাস থেকে শীতের প্রকোপ শুরু হয় এই অঞ্চলে। তবে এবার অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কুয়াশার দেখা মিলেছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, আজ রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে গভীর রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা পড়ছে। ধীরে ধীরে শীতের আমেজও শুরু হয়েছে এই উপজেলায়। প্রতিদিনই সন্ধ্যার পর কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস বইছে। ভোর পাঁচটা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাচ্ছে। তখন হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাফেরা করতে হচ্ছে। কুয়াশার কারণে নদীতীরবর্তী মানুষ দুর্ভোগে পড়ছে। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা চলে যায়।
এদিকে দিনের তাপমাত্রাও কমতে শুরু করেছে এই অঞ্চলে। অক্টোবরের শেষ সপ্তাহে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এই উপজেলায়। অক্টোবরের মাঝামাঝিতে তাপমাত্রা ছিল ৩৫ থেকে ৩৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার ভ্যানচালক জিতেন রায় বলেন, 'গরম কাপড় পরিধান না করে সন্ধ্যার পর বাইরে বের হতে পারছি না। আমরা গ্রামের মানুষ, মনে হচ্ছে শীতকাল শুরু হয়ে গেছে। সন্ধ্যার পর যাত্রী না পেয়ে বেকার সময় পার করতে হচ্ছে।'
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, 'এ বছরের অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে শীত পড়তে শুরু করেছে। মূলত হিমালয়ের কাছাকাছি হওয়ায় শীতের আমেজ বিরাজ করছে। এ ছাড়া মৌসুমি বায়ুর প্রভাবে রাতের বেলায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। নভেম্বরের শুরুতে কুয়াশার পরিমাণ বাড়তে পারে, সেই সঙ্গে কমবে তাপমাত্রাও।'
পঞ্চগড়ের তেঁতুলিয়া একটি শীতপ্রধান উপজেলা। প্রতিবছর এখানে শীতের তীব্রতা বেশি থাকে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় নভেম্বর মাস থেকে শীতের প্রকোপ শুরু হয় এই অঞ্চলে। তবে এবার অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কুয়াশার দেখা মিলেছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, আজ রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে গভীর রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা পড়ছে। ধীরে ধীরে শীতের আমেজও শুরু হয়েছে এই উপজেলায়। প্রতিদিনই সন্ধ্যার পর কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস বইছে। ভোর পাঁচটা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাচ্ছে। তখন হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাফেরা করতে হচ্ছে। কুয়াশার কারণে নদীতীরবর্তী মানুষ দুর্ভোগে পড়ছে। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা চলে যায়।
এদিকে দিনের তাপমাত্রাও কমতে শুরু করেছে এই অঞ্চলে। অক্টোবরের শেষ সপ্তাহে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এই উপজেলায়। অক্টোবরের মাঝামাঝিতে তাপমাত্রা ছিল ৩৫ থেকে ৩৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার ভ্যানচালক জিতেন রায় বলেন, 'গরম কাপড় পরিধান না করে সন্ধ্যার পর বাইরে বের হতে পারছি না। আমরা গ্রামের মানুষ, মনে হচ্ছে শীতকাল শুরু হয়ে গেছে। সন্ধ্যার পর যাত্রী না পেয়ে বেকার সময় পার করতে হচ্ছে।'
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, 'এ বছরের অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে শীত পড়তে শুরু করেছে। মূলত হিমালয়ের কাছাকাছি হওয়ায় শীতের আমেজ বিরাজ করছে। এ ছাড়া মৌসুমি বায়ুর প্রভাবে রাতের বেলায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। নভেম্বরের শুরুতে কুয়াশার পরিমাণ বাড়তে পারে, সেই সঙ্গে কমবে তাপমাত্রাও।'
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৫ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩২ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৮ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪১ মিনিট আগে