গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জের রংপুর চিনিকলের (রচিক) জমিতে রংপুর রপ্তানি করণ এলাকা (আরইপিজেড) স্থাপন নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই চিনিকলের জমিতে আরইপিজেড স্থাপনে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে জানায় উপজেলা প্রশাসন। তবে সাঁওতালদের দাবি, সেটি তাঁদের পৈতৃক জমি। এই জমিতে আরইপিজেড নির্মাণ প্রতিহত করবেন বলে জানান তাঁরা।
সাহেবগঞ্জ ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে জানান, এখন সেখানে আরইপিজেড নির্মাণের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এর প্রতিবাদে বিক্ষুব্ধ সাঁওতালরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি ধারাবাহিকভাবে পালন করে আসছেন। এতেও আরইপিজেড নির্মাণ বন্ধ না হলে পুনরায় বড় ধরনের সহিংসতার আশঙ্কা করেছেন তিনি।
ফিলিমন বাস্কে বলেন, ‘এরপরও যদি বেপজা ওই জমিতে আরইপিজেড নির্মাণের কাজ শুরু করে আমরা তা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করব। এ জন্য আমাদের সংগঠনের পাশাপাশি সারা দেশে যোগাযোগসহ সব ধরনের প্রস্তুতি অব্যাহত আছে।’
এ দিকে, শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সম্প্রতি বেপজার নিকট ২১৩ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার টাকায় চিনিকলের এক হাজার ৮০০ একর জমি বিক্রি হয়েছে।
তবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় বেপজার নির্বাহী চেয়ারম্যান নজরুল ইসলাম জানিয়েছেন, আরইপিজেডের কাজ শুরু করার আগে সাঁওতালদের সঙ্গে আলোচনা করে হবে।’
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আরইপিজেড বাস্তবায়ন হলে এলাকার দুই লক্ষাধিক মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবেন।
উল্লেখ্য, এর আগে ২০০৬ সালে ওই জমিতে আখ কাটাকে কেন্দ্র করে চিনিকল শ্রমিক–সাঁওতাল ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের গুলিতে তিন সাঁওতাল নিহত হন। সেই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জের রংপুর চিনিকলের (রচিক) জমিতে রংপুর রপ্তানি করণ এলাকা (আরইপিজেড) স্থাপন নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই চিনিকলের জমিতে আরইপিজেড স্থাপনে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে জানায় উপজেলা প্রশাসন। তবে সাঁওতালদের দাবি, সেটি তাঁদের পৈতৃক জমি। এই জমিতে আরইপিজেড নির্মাণ প্রতিহত করবেন বলে জানান তাঁরা।
সাহেবগঞ্জ ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে জানান, এখন সেখানে আরইপিজেড নির্মাণের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এর প্রতিবাদে বিক্ষুব্ধ সাঁওতালরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি ধারাবাহিকভাবে পালন করে আসছেন। এতেও আরইপিজেড নির্মাণ বন্ধ না হলে পুনরায় বড় ধরনের সহিংসতার আশঙ্কা করেছেন তিনি।
ফিলিমন বাস্কে বলেন, ‘এরপরও যদি বেপজা ওই জমিতে আরইপিজেড নির্মাণের কাজ শুরু করে আমরা তা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করব। এ জন্য আমাদের সংগঠনের পাশাপাশি সারা দেশে যোগাযোগসহ সব ধরনের প্রস্তুতি অব্যাহত আছে।’
এ দিকে, শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সম্প্রতি বেপজার নিকট ২১৩ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার টাকায় চিনিকলের এক হাজার ৮০০ একর জমি বিক্রি হয়েছে।
তবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় বেপজার নির্বাহী চেয়ারম্যান নজরুল ইসলাম জানিয়েছেন, আরইপিজেডের কাজ শুরু করার আগে সাঁওতালদের সঙ্গে আলোচনা করে হবে।’
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আরইপিজেড বাস্তবায়ন হলে এলাকার দুই লক্ষাধিক মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবেন।
উল্লেখ্য, এর আগে ২০০৬ সালে ওই জমিতে আখ কাটাকে কেন্দ্র করে চিনিকল শ্রমিক–সাঁওতাল ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের গুলিতে তিন সাঁওতাল নিহত হন। সেই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
১৯ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২৭ মিনিট আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
১ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে