পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে স্ত্রী হত্যার দায়ে সফিকুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২ জুন) অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক কামরুজ্জামান এ রায় দেন। মামলার বাকি ১০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত সফিকুল ইসলাম পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদীঘি তরঙ্গীপাড়া এলাকার বাসিন্দা এবং হামেদ আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ১৬-১৭ বছর আগে সফিকুল ইসলামের সঙ্গে একই এলাকার আব্দুল মান্নানের মেয়ে মমতাজ বেগমের বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পরবর্তী সময়ে সফিকুল এক প্রতিবেশী নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন, যা থেকে শুরু হয় দাম্পত্যকলহ। এ নিয়ে কয়েকবার সালিস হলেও কলহ মেটেনি। ২০১৫ সালের ৮ জুলাই রাতে আবারও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং পরদিন ৯ জুলাই ভোরে নিজ ঘরে মমতাজের লাশ পাওয়া যায়। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে এবং অপমৃত্যুর মামলা রুজু করে।
পরবর্তী সময়ে মমতাজের বাবা আব্দুল মান্নান ২০১৫ সালের ১৪ জুলাই ১১ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে প্রায় ১০ বছর পর আদালত আজ সোমবার এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ইয়াসিনুল হক দুলাল বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে মমতাজকে শ্বাসরোধে হত্যা করার প্রমাণ মেলে। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সফিকুলকে দণ্ড দিয়েছেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’
পঞ্চগড়ে স্ত্রী হত্যার দায়ে সফিকুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২ জুন) অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক কামরুজ্জামান এ রায় দেন। মামলার বাকি ১০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত সফিকুল ইসলাম পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদীঘি তরঙ্গীপাড়া এলাকার বাসিন্দা এবং হামেদ আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ১৬-১৭ বছর আগে সফিকুল ইসলামের সঙ্গে একই এলাকার আব্দুল মান্নানের মেয়ে মমতাজ বেগমের বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পরবর্তী সময়ে সফিকুল এক প্রতিবেশী নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন, যা থেকে শুরু হয় দাম্পত্যকলহ। এ নিয়ে কয়েকবার সালিস হলেও কলহ মেটেনি। ২০১৫ সালের ৮ জুলাই রাতে আবারও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং পরদিন ৯ জুলাই ভোরে নিজ ঘরে মমতাজের লাশ পাওয়া যায়। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে এবং অপমৃত্যুর মামলা রুজু করে।
পরবর্তী সময়ে মমতাজের বাবা আব্দুল মান্নান ২০১৫ সালের ১৪ জুলাই ১১ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে প্রায় ১০ বছর পর আদালত আজ সোমবার এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ইয়াসিনুল হক দুলাল বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে মমতাজকে শ্বাসরোধে হত্যা করার প্রমাণ মেলে। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সফিকুলকে দণ্ড দিয়েছেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৭ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৮ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৪ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৭ মিনিট আগে