Ajker Patrika

নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে না পারে সে জন্য ষড়যন্ত্র চলছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৯: ৩৪
নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে না পারে সে জন্য ষড়যন্ত্র চলছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে না পারে সে জন্য বড় ধরনের জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। যতই ষড়যন্ত্র করা হোক, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং সরকার পরিবর্তন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। অন্য কোনো প্রক্রিয়ায় হবে না। এই বাংলাদেশে আর কখনো ওয়ান-ইলেভেন আসবে না। কখনো আর ‘মার্শাল ল’ জারি হবে না। 

আজ শনিবার বিকেলে দিনাজপুরের বিরলে ঢেরাপাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিদেশি বেনিয়ারা এখন বাংলাদেশের দিকে নজর দিয়েছে। তারা ষড়যন্ত্র করছে, কীভাবে বাংলাদেশের অগ্রযাত্রা টেনে ধরা যায়, কীভাবে শেখ হাসিনার আকাশচুম্বী নেতৃত্বের যোগ্যতা টেনে ধরা যায়। আর এসব ষড়যন্ত্রের মূল জোগানদার হচ্ছে বিএনপি ও স্বাধীনতাবিরোধী চক্র। 

ঢেরাপাটিয়া বালিকা উচ্চবালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফছানা কাওছার, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত