Ajker Patrika

ব্যাহত হচ্ছে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের চিকিৎসা সেবা

গাইবান্ধা প্রতিনিধি
ব্যাহত হচ্ছে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের চিকিৎসা সেবা

ভেঙে পড়েছে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের চিকিৎসা সেবা ব্যবস্থা। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ, সেই সঙ্গে রোগীদের প্রয়োজনীয়ও চিকিৎসা সেবা না দেওয়া। সরবরাহ তালিকায় ওষুধ বরাদ্দ থাকলেও ওষুধ না দেওয়াসহ উঠেছে বিভিন্ন অভিযোগ। এতে ভোগান্তিতে পড়েছে জেলাবাসী। 

গাইবান্ধা জেলার সাত উপজেলার কয়েক লক্ষাধিক মানুষের চিকিৎসার ভরসাস্থল গাইবান্ধা জেলা হাসপাতাল। হাসপাতালের তথ্য বলছে প্রতিদিন আউটডোরে ৭ থেকে ৮শ ও ইনডোরে প্রায় ৩ শতাধিক মানুষকে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। ভেতরে প্রবেশ করতে দেখা মিলল সিঁড়িতে ব্যবহৃত রক্তের ব্যাগ, সিরিজ। শিশু ওয়ার্ডের দরজায় চিকিৎসকের ব্যবহৃত পিপিআর। এমন চিত্র গোটা হাসপাতালের। সিঁড়িতে, বারান্দায় ও হাসপাতালের বাইরে বিছানা করে রোগীদের নিতে হচ্ছে চিকিৎসাসেবা। 

নোংরা পরিবেশ ও দুর্গন্ধের মধ্যে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এতে রোগীরা আরও অসুস্থ হয়ে যাচ্ছেন, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। শুধু তাই নয় ভর্তির দীর্ঘ সময়ও চিকিৎসা সেবা না পাওয়া, সরবরাহ তালিকায় ওষুধ ও সার্জারি বিভাগে গজ, ব্যান্ডেজ না দিয়ে অর্থের বিনিময়ে সেলাই ব্যান্ডেজ করা। প্যাথলজি বিভাগে অতিরিক্ত অর্থ আদায়। দালালের মাধ্যমে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে টেস্ট বাণিজ্যসহ নানা অব্যবস্থপনা এবং দুর্ভোগের অভিযোগ তুলেছেন রোগীরা। 

নাকাই ইউনিয়নের আবুল হোসেন বলেন, ‘হাসপাতালে দুই দিন হলো ভর্তি হয়েছি। ডাক্তার যে ওষুধ লিখে দিয়েছে তা হাসপাতালে নেই, বাইরে থেকে কিনতে হচ্ছে।’ 

বল্লমঝাড়ের সুমাইয়া জানান, নোংরা পরিবেশ ও দুর্গন্ধের মধ্যে চিকিৎসা নিতে হচ্ছে, যেখানে সেখানে ময়লা পড়ে আছে, কিন্তু পরিষ্কার করা হয় না নিয়মিত। 

গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া বলেন, ভুল ও চিকিৎসক নার্সের অবহেলায় প্রসূতি, শিশুসহ একাধিক রোগী মৃত্যুর ঘটনাও ঘটেছে সম্প্রতি। হাসপাতালের এমন অবস্থা নিয়ে একাধিকবার সভা সমাবেশ ও প্রতিবাদ জানিয়ে কোন লাভ হয়নি। দ্রুত হাসপাতালটিকে চিকিৎসাবান্ধব করার দাবি জানান তিনি। 

গাইবান্ধা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মো. মাহফুজ হোসেন বলেন, জনবল সংকট এবং অবকাঠামোসহ বিভিন্ন সমস্যার কারণে এমন হচ্ছে। দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে আশ্বাস দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত