Ajker Patrika

দুর্ভিক্ষের আগেই শেখ হাসিনাকে বিদায় করে দেব: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, রংপুর থেকে 
দুর্ভিক্ষের আগেই শেখ হাসিনাকে বিদায় করে দেব: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনা ভবিষ্যতে দুর্ভিক্ষ দেখতে পাচ্ছেন। একটা পরিষ্কার কথা বলি, আপনাকে দুর্ভিক্ষ আসার আগেই বিদায় করে দেব। আগেরবারও আওয়ামী লীগের সময় দুর্ভিক্ষ হয়েছে। এবার আপনাকে সেটা করতে দেওয়া হবে না।’

আজ শনিবার বিএনপির রংপুরের বিভাগীয় গণসমাবেশে তিনি এ কথা বলেন। 

আমীর খসরু বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে দেশের মানুষের কোনো সম্পর্ক নেই। তাদের রাজনীতি এখন পেটোয়া বাহিনী, আওয়ামী পুলিশ লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ওপর নির্ভরশীল।’

রংপুরের বিভাগীয় গণসমাবেশে উপস্থিত বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা আমীর খসরু আরও বলেন, ‘আমরা চাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতন। এছাড়া অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। ওরা নানা কথা বলতে থাকবে, আমরা চলতে থাকব।’

অর্থনীতি খাদে পড়ে গেছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘রিজার্ভ নাই, ব্যাংকে টাকাও নাই। শেয়ার বাজার লুটপাট হয়ে গেছে।’

জাতীয় ঐক্যের মাধ্যমে, মতামতের প্রেক্ষিতে জাতীয় সরকার গঠন করতে হবে। দেশকে মেরামত, উদ্ধার করতে হলে জাতীয় সরকার লাগবে। ভোট চুরি, সব সমস্যার মূলে। ভোট চোরেরা ক্ষমতায় থাকার জন্য গুম, খুন, মিথ্যা মামলা, লুটপাট, বিচারহীনতার চর্চা করছে। এ সময় শেখ হাসিনা, ভোট চোর বলে স্লোগান দেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত