Ajker Patrika

তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ: জোয়ানা পরিবহনের চালক গ্রেপ্তার

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৬: ০৫
তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ: জোয়ানা পরিবহনের চালক গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় জোয়ানা পরিবহনের চালক দেলোয়ার হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ইকরচালী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ সদরের রঘুনন্দনপুরের বাসিন্দা।

তারাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ইকরচালী হাজীপাড়া খারুভাজ সেতুর কাছে ঢাকা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী নৈশকোচ জোয়ানা পরিবহন ও ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইসলাম পরিবহনের চালক শহিদুল ইসলামসহ ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে নেওয়ার পর চারজনসহ মোট ৯ জন নিহত হন। গুরুতর আহত হন প্রায় ৫০ জন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন জোয়ানা পরিবহনের চালক দেলোয়ার হোসেন।

ঘটনার পরদিন তারাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে একটি দুর্ঘটনার মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে তারাগঞ্জের ইকরচালী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ সকাল ১০টার দিকে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোরশেদ বলেন, ‘তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৯ জন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় জোয়ান পরিবহনের চালক দেলোয়ারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত