Ajker Patrika

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

নীলফামারী ডিমলায় গয়াবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে উন্নয়ন প্রকল্পের পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব মাহবুব ইসলাম নীলফামারী স্থানীয় সরকার উপ-পরিচালকের (উপ সচিব) কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ সচিব) সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অভিযোগ সূত্রে জানা গেছে , গত ৪ এপ্রিল গয়াবাড়ি ইউপি সচিবের স্বাক্ষর জালিয়াতি করে ২০২২-২৩ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের তিন লাখ ৭৯ হাজার ১৯৯ টাকা ও ৯ এপ্রিল ভূমি হস্তান্তর প্রকল্পের এক লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেন ইউপি চেয়ারম্যান শামছুল হক।

 বরাদ্দকৃত এই টাকার অনুকূলে দক্ষিণ গয়াবাড়ী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পুকুরের সুরক্ষা দেয়াল নির্মাণ প্রকল্প ও ফুটানিরহাট এলাকায় রাস্তার পাকানালা নির্মাণ করার কথা ছিল।

ইউপি সচিব মাহবুব আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি এই টাকা উত্তোলন সম্পর্কে কিছুই জানেন না। তার কাছ থেকে এ বিষয়ে কোনো স্বাক্ষর নেওয়া হয়নি। বিষয়টি তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ‘এ ধরনের অনেক ভূয়া প্রকল্প তৈরি করে চেয়ারম্যান লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। অনুসন্ধান করলেই তার আসল তথ্য বেরিয়ে আসবে।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শামছুল হককে মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি। খোজ নিয়ে জানা গেছে, তিনি এলাকার বাইরে অবস্থান করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত