Ajker Patrika

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৩: ২১
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন একজন। গতকাল শনিবার দিবাগত রাত ১১টায় জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির নাম রবিউল ইসলাম (৫২)। তাঁর বাড়ি বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গাপাড়া এলাকায়। তাঁর বাবার নাম মফিজ উদ্দিন। আহত ব্যক্তি একই ইউনিয়নের কলাবাগান এলাকার শহিদুল ইসলাম (৩৫)। তাঁর বাবার নাম হেদল ইসলাম।

পাটগ্রাম থানা–পুলিশ জানিয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৬৪ নম্বর প্রধান পিলারের জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট এলাকা সীমান্ত দিয়ে ভারতীয় গরু পারাপারকারীদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারীসহ উভয় দেশের ৭ থেকে ৮ জনের একটি দল গরু পারাপারের চেষ্টা করেন। গতকাল রাত সাড়ে ১০টায় ওই দলের মধ্যে রবিউল ও শহিদুল সীমান্তে যান। এ সময় ভারতীয় ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রবিউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। গুলিবিদ্ধ শহিদুলকে তাঁর সঙ্গীরা উদ্ধার করে রাতেই রংপুরে নিয়ে যান। 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘নিহত রবিউলের লাশ তাঁর বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শহিদুল রংপুরে চিকিৎসাধীন বলে শুনেছি।’

বর্ডার গার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম মাহবুবুল আলম খান ও উপ-অধিনায়ক মেজর নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে নিহতের ব্যাপারে তদন্তকাজ চলমান। ঘটনাস্থলের কাছে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে আজ সকালে পতাকা বৈঠক হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে শমসের নগর ক্যাম্প কমান্ডার বেলাল হোসেন ও ভারতের পক্ষে চেনাকাটা ক্যাম্প কমান্ডার বারোরাম শিং নেতৃত্ব দেন। বৈঠকের আলোচিত বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত