Ajker Patrika

‘বাহাদুর’ ও ‘সম্রাট’ বিক্রি নিয়ে চিন্তিত ফসিয়ার

প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৮: ২২
‘বাহাদুর’ ও ‘সম্রাট’ বিক্রি নিয়ে চিন্তিত ফসিয়ার

বিগত পাঁচ বছর ধরে কোরবানি ঈদ হাটে ক্রেতাদের কাছে সেরা গরু হিসেবে বিবেচিত হয়ে আসছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের ঘোষপাড়ার ফসিয়ার প্রধানের পালন করা পশু। বিশাল আকারের পশুগুলো অন্য সময় বিক্রি করা কঠিন। তাই কোরবানির জন্য পরম স্নেহে লালন পালন করেন পশুগুলো। এবার ঈদেও তার তিনটি ষাঁড় রয়েছে। দেশে করোনার চলমান পরিস্থিতিতে একটি বিক্রি হলেও বড় দুইটি ষাঁড় বিক্রি করতে পারছেন না। এ নিয়ে চিন্তায় পড়েছেন তিনি।

ষাঁড় দুইটি মধ্যে একটির নাম বাহাদুর। যার ওজন সাড়ে ১৭ মণ। দাম চেয়েছেন ৯ থেকে ১০ লাখ টাকা। অপরটির নাম সম্রাট। যার ওজন ২০ মণ এবং এর দাম চেয়েছেন ১১ থেকে ১২ লাখ টাকা। এবারও ঈদুল আজহার আগে দেশে করোনা সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

ফসিয়ার প্রধান জানান, প্রতিদিন গরু প্রতি তাঁর ৫০০ টাকা খরচ হয়। করোনার কারণে তাঁদের বিক্রি করা যাবে কি না তা নিয়ে সংশয়ে আছি। এবার যদি বাহাদুর সম্রাটকে বিক্রি করা না যায় তাহলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বলে জানান তিনি।

একই আশঙ্কা করছেন উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ওয়ালি অ্যান্ড ওয়ারী ডেইরি ফার্মের মালিক জাকির হোসেন। তিনি জানান, করোনার কারণে বড় আকারের গরুর চাহিদা কম। কিন্তু ছোট আকারের গরুর চাহিদা এখনো আছে। তাঁর ৬ / ৭ লাখ টাকা দামের চারটি গরু করোনার কারণে বিক্রি হবে কি না তা নিয়ে তিনি সংশয়ে আছেন বলে জানান।

পৌর শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আবু খালিদ বিপ্লব জানান, বিগত দেড় বছর ধরে করোনার প্রভাবে ব্যবসা-বাণিজ্য স্থবির। বড় আকারের গরু কেনার সামর্থ্য অনেকের নাই। কোরবানি দিতে হতে তাই করোনা ভাইরাসের কারণে ছোট আকারের পশুর দিতে বাধ্য হচ্ছে ব্যবসায়ীরা।

প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে, উপজেলায় কোরবানির জন্য উপযুক্ত পশু আছে নয় হাজার ৫০৫টি। এর মধ্যে ষাঁড় আছে তিন হাজার ৫৬০টি, বলদ আছে ২৩০টি, গাভি আছে দুই হাজার ৫৩৭টি, মহিষ ১০টি, ছাগল দুই হাজার ৬১১টি এবং ভেড়া আছে ৫১০টি।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে জানান, করোনার কারণে হাটে পশু বিক্রি বন্ধ থাকলেও অনলাইনে বেশ কিছু পশু বিক্রি হয়েছে। বিধিনিষেধ শিথিল হওয়ায় ঈদের আগে উপজেলায় কয়েকটি হাট পাওয়া যাবে। এসব হাটে প্রচুর পশু বিক্রি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত