Ajker Patrika

দিনাজপুরে ৪ কোচিং সেন্টারকে আড়াই লাখ টাকা জরিমানা 

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২৩, ১৯: ০৩
দিনাজপুরে ৪ কোচিং সেন্টারকে আড়াই লাখ টাকা জরিমানা 

দিনাজপুরে চারটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় আজ সোমবার এই জরিমানা করে প্রশাসন।

প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, অভিযান চলাকালে জয় প্রাইভেট প্রোগ্রামকে ১ লাখ ৬০ হাজার টাকা, সবুজ প্রাইভেট কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা, আমিরুল ম্যাথ কেয়ারকে ৫০ হাজার টাকা এবং রাফসান ম্যাথ অ্যান্ড ফিজিক্স কোচিং সেন্টারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় এসএসসি পরীক্ষা শেষ নেওয়া পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস আজকের পত্রিকাকে বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চারটি কোচিং সেন্টার চালু রাখা হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে চার কোচিং সেন্টারের ৭ জন পরিচালককে জরিমানা করা হয়েছে। এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম ও কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলামসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত