ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল ও ‘প্রোডাকশন প্রফিট বোনাস’-সহ ৯ দফা দাবিতে দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনির শ্রমিকেরা দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই প্রেক্ষাপটে খনি পরিচালনাকারী ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেড কনসোর্টিয়াম (জিটিসি) খনির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
গতকাল বুধবার (২ জুলাই) রাতে জিটিসি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে খনি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত জানায়। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক সৈয়দ রফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে—চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল, অকারণে ছাঁটাই বন্ধ, বার্ষিক ৫০ শতাংশ হারে পদোন্নতি, এক বছরের মধ্যে অপারেটর পদে বেতন দেওয়া, বেতন-কর্তন বন্ধ, বয়সের কারণে চাকরিচ্যুতি হলে ৬ লাখ টাকা ক্ষতিপূরণ, অতিরিক্ত পাথরের প্রোডাকশন বোনাস ও মাসিক পূর্ণ বোনাস দেওয়া। এ দাবিগুলো নিয়ে শ্রমিকেরা খনি ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। খনিটি কেপিআই এরিয়ায় হওয়ার কারণে আজ বৃহস্পতিবার সকালে খনি ফটক থেকে আন্দোলনত শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়। পরে তাঁরা দুপুর থেকে মধ্যপাড়া বাজারসংলগ্ন মাঠে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।
শ্রমিকদের অভিযোগ
শ্রমিকদের দাবি, মে মাসে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ টন পাথর উত্তোলনের। কিন্তু তাঁরা ১ লাখ ৩৪ হাজার টন উত্তোলন করেন। চুক্তি অনুযায়ী প্রতি হাজার টনে ১০০ টাকা হারে ‘প্রোডাকশন প্রফিট বোনাস’ পাওয়ার কথা থাকলেও একজন শ্রমিক পেয়েছেন মাত্র ৩ হাজার ৪ টাকা। প্রতিবাদ করায় চারজন শ্রমিক—শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, ওমর আলী ও হাসান আলীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
আন্দোলনরত শ্রমিক সোলাইমান ইসলাম বলেন, ‘আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন করেছি, অথচ বোনাস কম দেওয়া হয়েছে। প্রতিবাদ করায় কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়েছে। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
জিটিসির বক্তব্য
জিটিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু শ্রমিক অন্যদের কাজে বাধা দিচ্ছেন, ভূগর্ভে অবৈধভাবে ধর্মঘট পালন করছেন। এতে বিদেশি বিশেষজ্ঞরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যন্ত্রপাতি ও স্থাপনার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী, পরিস্থিতি সামাল দিতে অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময় শ্রমিক-কর্মচারীরা কোনো বেতন-ভাতা বা সুবিধা পাবেন না। তবে জরুরি রক্ষণাবেক্ষণ ও দাপ্তরিক দায়িত্বে থাকা কর্মীদের নির্ধারিত সময়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের বক্তব্য
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির উপমহাব্যবস্থাপক সৈয়দ রফিজুল ইসলাম বলেন, শ্রমিকেরা পেট্রোবাংলার নয়, ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করেন। খনি উৎপাদন কার্যক্রম আপাতত বন্ধ থাকলেও বিক্রিসহ অন্যান্য কার্যক্রম চালু রয়েছে।
খনির প্রেক্ষাপট
মধ্যপাড়া কঠিন শিলা খনিতে প্রতিদিন তিন শিফটে ৮০০ জন শ্রমিক কাজ করেন। গড়ে প্রতিদিন সাড়ে ৫ হাজার টন পাথর উত্তোলন করা হয়। চলতি বছরের মে মাসে অতিরিক্ত পাথর উৎপাদনের পর ‘প্রোডাকশন প্রফিট বোনাস’ কম দেওয়াকে কেন্দ্র করেই মূলত শ্রমিক অসন্তোষ শুরু হয়।
সাম্প্রতিক পরিস্থিতি
৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। তাঁরা বলছেন, এই সময়ের মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচিতে যাবেন।
এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। খনিতে প্রবেশের অনুমতিও মেলেনি।
চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল ও ‘প্রোডাকশন প্রফিট বোনাস’-সহ ৯ দফা দাবিতে দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনির শ্রমিকেরা দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই প্রেক্ষাপটে খনি পরিচালনাকারী ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেড কনসোর্টিয়াম (জিটিসি) খনির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
গতকাল বুধবার (২ জুলাই) রাতে জিটিসি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে খনি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত জানায়। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক সৈয়দ রফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে—চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল, অকারণে ছাঁটাই বন্ধ, বার্ষিক ৫০ শতাংশ হারে পদোন্নতি, এক বছরের মধ্যে অপারেটর পদে বেতন দেওয়া, বেতন-কর্তন বন্ধ, বয়সের কারণে চাকরিচ্যুতি হলে ৬ লাখ টাকা ক্ষতিপূরণ, অতিরিক্ত পাথরের প্রোডাকশন বোনাস ও মাসিক পূর্ণ বোনাস দেওয়া। এ দাবিগুলো নিয়ে শ্রমিকেরা খনি ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। খনিটি কেপিআই এরিয়ায় হওয়ার কারণে আজ বৃহস্পতিবার সকালে খনি ফটক থেকে আন্দোলনত শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়। পরে তাঁরা দুপুর থেকে মধ্যপাড়া বাজারসংলগ্ন মাঠে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।
শ্রমিকদের অভিযোগ
শ্রমিকদের দাবি, মে মাসে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ টন পাথর উত্তোলনের। কিন্তু তাঁরা ১ লাখ ৩৪ হাজার টন উত্তোলন করেন। চুক্তি অনুযায়ী প্রতি হাজার টনে ১০০ টাকা হারে ‘প্রোডাকশন প্রফিট বোনাস’ পাওয়ার কথা থাকলেও একজন শ্রমিক পেয়েছেন মাত্র ৩ হাজার ৪ টাকা। প্রতিবাদ করায় চারজন শ্রমিক—শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, ওমর আলী ও হাসান আলীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
আন্দোলনরত শ্রমিক সোলাইমান ইসলাম বলেন, ‘আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন করেছি, অথচ বোনাস কম দেওয়া হয়েছে। প্রতিবাদ করায় কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়েছে। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
জিটিসির বক্তব্য
জিটিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু শ্রমিক অন্যদের কাজে বাধা দিচ্ছেন, ভূগর্ভে অবৈধভাবে ধর্মঘট পালন করছেন। এতে বিদেশি বিশেষজ্ঞরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যন্ত্রপাতি ও স্থাপনার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী, পরিস্থিতি সামাল দিতে অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময় শ্রমিক-কর্মচারীরা কোনো বেতন-ভাতা বা সুবিধা পাবেন না। তবে জরুরি রক্ষণাবেক্ষণ ও দাপ্তরিক দায়িত্বে থাকা কর্মীদের নির্ধারিত সময়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের বক্তব্য
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির উপমহাব্যবস্থাপক সৈয়দ রফিজুল ইসলাম বলেন, শ্রমিকেরা পেট্রোবাংলার নয়, ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করেন। খনি উৎপাদন কার্যক্রম আপাতত বন্ধ থাকলেও বিক্রিসহ অন্যান্য কার্যক্রম চালু রয়েছে।
খনির প্রেক্ষাপট
মধ্যপাড়া কঠিন শিলা খনিতে প্রতিদিন তিন শিফটে ৮০০ জন শ্রমিক কাজ করেন। গড়ে প্রতিদিন সাড়ে ৫ হাজার টন পাথর উত্তোলন করা হয়। চলতি বছরের মে মাসে অতিরিক্ত পাথর উৎপাদনের পর ‘প্রোডাকশন প্রফিট বোনাস’ কম দেওয়াকে কেন্দ্র করেই মূলত শ্রমিক অসন্তোষ শুরু হয়।
সাম্প্রতিক পরিস্থিতি
৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। তাঁরা বলছেন, এই সময়ের মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচিতে যাবেন।
এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। খনিতে প্রবেশের অনুমতিও মেলেনি।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১১ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৯ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
১ ঘণ্টা আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে