Ajker Patrika

রমেক হাসপাতালে চিকিৎসাধীন হাজতির মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২২: ৩৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নীলফামারী কারাগারে কারাবন্দী মমিনুর ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মমিনুর ইসলাম জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ী এলাকার বাসিন্দা। গত ডিসেম্বর মাসে একটি রাজনৈতিক মামলায় তাঁকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কারাগার সূত্র জানায়, ৭ জানুয়ারি মমিনুর ইসলাম কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন।

পরে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি রমেক হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে মমিনুর ইসলাম মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত