Ajker Patrika

গোবিন্দগঞ্জে পানির ট্যাঙ্কে পড়ে দুই ভাইয়ের মৃত্যু 

প্রতিনিধি
গোবিন্দগঞ্জে পানির ট্যাঙ্কে পড়ে দুই ভাইয়ের মৃত্যু 

গোবিন্দগঞ্জ: গোবিন্দগঞ্জে পানির রিজার্ভ ট্যাঙ্কে পড়ে হাসান (৩০) ও হাবিবুর (২৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় মিন্টু নামে অপর একজন আহত হন।

আজ সোমবার ভোরের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হাসান ও হাবিবুর ওই গ্রামের মো. আফতাব রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর রাতে হাবিবুর তার স্ত্রীকে নিয়ে ওয়াশরুমে যায়। পরে ওয়াশরুম থেকে ফেরার সময়ে বাড়ির মধ্যে থাকা পানির ট্যাঙ্কে হঠাৎ করে পড়ে যায় হাবিবুর। তাকে উদ্ধার করতে ট্যাঙ্কে নামে ভাই হাসান ও প্রতিবেশী মিন্টু। এ সময় ট্যাঙ্কের মধ্যেই হাসান ও হাবিবুরের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় মিন্টুকে।

ঘটনার সত্যতা স্বীকার করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে হাসান ও হাবিবুরের লাশ উদ্ধার করে। এ সময় আহত অবস্থায় মিন্টুকে উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত