Ajker Patrika

জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রহিমা বেগম (৩৫) ও তাঁদের ছেলে রিফাত (১২)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ির পাশে মাঠে গরু চড়াতে যান রিফাত। এ সময় জমিতে বৈদ্যুতিক সেচপাম্পের তারে গরুসহ বিদ্যুতায়িত হন তিনি। বিষয়টি টের পেয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে মা রহিমা বেগমও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাশের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বৈরাগীরহাট পুলিশ ফাঁড়ি পরিদর্শক মিলন চ্যাটার্জি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত