আজিনুর রহমান আজিম, দহগ্রাম থেকে ফিরে
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে বাংলাদেশের দহগ্রাম ইউনিয়নে যাতায়াতের একমাত্র সড়ক তিনবিঘা করিডরে আসেন। এ সময় বাংলাদেশিদের চলাচলের এ সড়ক পৌনে দুই ঘণ্টা বন্ধ রাখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে গেটের দুই দিকে শত শত নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ ও দর্শনার্থী আটকা পড়ে। প্রখর রোদে চরম ভোগান্তিতে পড়ে তারা।
সরেজমিনে দেখা গেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে বিএসএফের বিশেষ হেলিকপ্টারে করে তিনবিঘা হেলিপ্যাড মাঠে নামেন। নেমে কোচবিহার জেলার তিনবিঘা করিডর সড়কপথে পরিদর্শনে এলে তাঁকে স্বাগত জানান বিএসএফের ডিজি পঙ্কজ সিং, ভারতের উত্তরবঙ্গের আইজি অজয় কুমার সিং, কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান, পুলিশ সুপার সুমিত কুমার।
এ সময় ভারতীয় ৬ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা করিডরের চারদিকে শামিয়ানা দিয়ে ঘিরে রাখেন। করিডরে বিএসএফের বৈঠকখানা/কনফারেন্স কক্ষে প্রায় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন অমিত শাহ। বৈঠকে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজেপির নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনবিঘা করিডর এলাকার বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিয়েছেন। করিডর এলাকায় তিনি একটি গাছ রোপণ করেন। এ সময় তাঁর সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন।
বৈঠক চলাকালীন করিডরের দুই দিকের গেট বন্ধ করে দেয় বিএসএফ। এ সময় বাংলাদেশি কোনো গণমাধ্যম ও বিজিবিকে কাছে ঘেঁষতে দেননি বিএসএফ সদস্যরা। দহগ্রামে প্রবেশ ও বাংলাদেশের মূল ভূখণ্ডে যাতায়াতের জন্য অপেক্ষায় থাকা হাজারো মানুষ ভোগান্তিতে পড়ে।
দহগ্রাম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদুল ইসলাম বলেন, ‘ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসায় হাজারো মানুষ খুব সমস্যায় পড়ে। প্রায় দুই ঘণ্টা সাধারণ জনগণের চলাফেরা বন্ধ করে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। এতে লোকজন দুর্ভোগে পড়ে।’
একই ইউনিয়নের সর্দারপাড়া এলাকার বৃদ্ধ আবুল হোসেন (৭০) বলেন, ‘ভারতের মন্ত্রী এলে কি বাংলাদেশিদের চলাফেরা করা যাবে না? অটো ভ্যানগাড়িতে বহুক্ষণ ধরে বসে আছি।’
দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, ‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আসায় দহগ্রাম তথা বাংলাদেশিদের চলাচলের সড়কটি বন্ধ করে দেওয়ায় হাজার হাজার লোক চরম ভোগান্তিতে পড়ে। সড়ক বন্ধ রাখা হবে—বিষয়টি আমাদের আগে জানালে মাইকিং করে নির্দিষ্ট সময়ের পরে আসতে বলতাম। এতে মানুষের সমস্যা হতো না।’
জানা গেছে, অমিত শাহ গতকাল বৃহস্পতিবার সকালে দুই দিনের সরকারি সফরে বিমানযোগে পশ্চিমবঙ্গে আসেন। এদিন কলকাতা বিমানবন্দরে নেমে বিএসএফের বিশেষ হেলিকপ্টারে উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে যান। সেখানকার সীমান্তবর্তী নদী এলাকা পরিদর্শন করে বিএসএফের বোট অ্যাম্বুলেন্স ও ভাসমান ছয়টি আউটপোস্টের উদ্বোধন করেন। এরপর জলপথে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও মহকুমার হরিদাসপুরে যান, সেখানে বিএসএফের একটি (মিউজিয়াম) জাদুঘরের উদ্বোধন করে বিএসএফের বিশেষ হেলিকপ্টারযোগে নদিয়া জেলার কল্যাণীতে যান। সেখানে বিএসএফের একটি অনুষ্ঠান যোগ দেন এবং বিএসএফ জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। সেখান থেকে কলকাতায় ফিরে বিকেলে বিমানযোগে কলকাতা থেকে বাগডোগড়া যান। সন্ধ্যায় শিলিগুড়ির রেলমাঠে বিজেপি আয়োজিত জনসভায় ভাষণ দেন। আজ শুক্রবার সকালে কোচবিহার হয়ে তিনবিঘা করিডর পরিদর্শন শেষে পার্শ্ববর্তী জিগাবাড়ি এলাকায় সরকারি একটি অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। বেলা ১টায় তিনবিঘা করিডর ত্যাগ করেন।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ, রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এফ এম আজমল হোসেন খান বলেন, ‘ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আসবেন, এটা আমাদের ভারতীয় বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে। দীর্ঘ সময় বন্ধের বিষয়টি আমরা বিএসএফের কাছে জানতে চাইব। আলোচনা করা হবে।’
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে বাংলাদেশের দহগ্রাম ইউনিয়নে যাতায়াতের একমাত্র সড়ক তিনবিঘা করিডরে আসেন। এ সময় বাংলাদেশিদের চলাচলের এ সড়ক পৌনে দুই ঘণ্টা বন্ধ রাখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে গেটের দুই দিকে শত শত নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ ও দর্শনার্থী আটকা পড়ে। প্রখর রোদে চরম ভোগান্তিতে পড়ে তারা।
সরেজমিনে দেখা গেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে বিএসএফের বিশেষ হেলিকপ্টারে করে তিনবিঘা হেলিপ্যাড মাঠে নামেন। নেমে কোচবিহার জেলার তিনবিঘা করিডর সড়কপথে পরিদর্শনে এলে তাঁকে স্বাগত জানান বিএসএফের ডিজি পঙ্কজ সিং, ভারতের উত্তরবঙ্গের আইজি অজয় কুমার সিং, কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান, পুলিশ সুপার সুমিত কুমার।
এ সময় ভারতীয় ৬ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা করিডরের চারদিকে শামিয়ানা দিয়ে ঘিরে রাখেন। করিডরে বিএসএফের বৈঠকখানা/কনফারেন্স কক্ষে প্রায় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন অমিত শাহ। বৈঠকে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজেপির নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনবিঘা করিডর এলাকার বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিয়েছেন। করিডর এলাকায় তিনি একটি গাছ রোপণ করেন। এ সময় তাঁর সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন।
বৈঠক চলাকালীন করিডরের দুই দিকের গেট বন্ধ করে দেয় বিএসএফ। এ সময় বাংলাদেশি কোনো গণমাধ্যম ও বিজিবিকে কাছে ঘেঁষতে দেননি বিএসএফ সদস্যরা। দহগ্রামে প্রবেশ ও বাংলাদেশের মূল ভূখণ্ডে যাতায়াতের জন্য অপেক্ষায় থাকা হাজারো মানুষ ভোগান্তিতে পড়ে।
দহগ্রাম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদুল ইসলাম বলেন, ‘ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসায় হাজারো মানুষ খুব সমস্যায় পড়ে। প্রায় দুই ঘণ্টা সাধারণ জনগণের চলাফেরা বন্ধ করে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। এতে লোকজন দুর্ভোগে পড়ে।’
একই ইউনিয়নের সর্দারপাড়া এলাকার বৃদ্ধ আবুল হোসেন (৭০) বলেন, ‘ভারতের মন্ত্রী এলে কি বাংলাদেশিদের চলাফেরা করা যাবে না? অটো ভ্যানগাড়িতে বহুক্ষণ ধরে বসে আছি।’
দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, ‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আসায় দহগ্রাম তথা বাংলাদেশিদের চলাচলের সড়কটি বন্ধ করে দেওয়ায় হাজার হাজার লোক চরম ভোগান্তিতে পড়ে। সড়ক বন্ধ রাখা হবে—বিষয়টি আমাদের আগে জানালে মাইকিং করে নির্দিষ্ট সময়ের পরে আসতে বলতাম। এতে মানুষের সমস্যা হতো না।’
জানা গেছে, অমিত শাহ গতকাল বৃহস্পতিবার সকালে দুই দিনের সরকারি সফরে বিমানযোগে পশ্চিমবঙ্গে আসেন। এদিন কলকাতা বিমানবন্দরে নেমে বিএসএফের বিশেষ হেলিকপ্টারে উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে যান। সেখানকার সীমান্তবর্তী নদী এলাকা পরিদর্শন করে বিএসএফের বোট অ্যাম্বুলেন্স ও ভাসমান ছয়টি আউটপোস্টের উদ্বোধন করেন। এরপর জলপথে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও মহকুমার হরিদাসপুরে যান, সেখানে বিএসএফের একটি (মিউজিয়াম) জাদুঘরের উদ্বোধন করে বিএসএফের বিশেষ হেলিকপ্টারযোগে নদিয়া জেলার কল্যাণীতে যান। সেখানে বিএসএফের একটি অনুষ্ঠান যোগ দেন এবং বিএসএফ জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। সেখান থেকে কলকাতায় ফিরে বিকেলে বিমানযোগে কলকাতা থেকে বাগডোগড়া যান। সন্ধ্যায় শিলিগুড়ির রেলমাঠে বিজেপি আয়োজিত জনসভায় ভাষণ দেন। আজ শুক্রবার সকালে কোচবিহার হয়ে তিনবিঘা করিডর পরিদর্শন শেষে পার্শ্ববর্তী জিগাবাড়ি এলাকায় সরকারি একটি অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। বেলা ১টায় তিনবিঘা করিডর ত্যাগ করেন।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ, রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এফ এম আজমল হোসেন খান বলেন, ‘ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আসবেন, এটা আমাদের ভারতীয় বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে। দীর্ঘ সময় বন্ধের বিষয়টি আমরা বিএসএফের কাছে জানতে চাইব। আলোচনা করা হবে।’
চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২ মে) দুপুরে তাঁদের চাঁদপুর আদালতে সোপর্দ করে কচুয়া থানা-পুলিশ। সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্...
১ ঘণ্টা আগেবরগুনার পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। হামলায় আহত তিন শিক্ষক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইনে পাচারকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এই অভিযান চালানো হয়। আজ শুক্রবার বিকেলে কোস্ট গা..
২ ঘণ্টা আগেময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
২ ঘণ্টা আগে