গাইবান্ধা প্রতিনিধি
দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচ সংসদীয় আসনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ছয়জন। এঁদের মধ্যে মনোনয়ন না পাওয়া বর্তমান এমপি–উপজেলা চেয়ারম্যান যেমন আছেন, তেমনি আছেন স্থানীয়ভাবে দলের অনেক ত্যাগী নেতা। এর আগে গত রোববার ঢাকায় ২৯৮টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ বিষয়ে জানতে চাইলে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গবন্ধুর সৈনিক আমার পরিবার। আমি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে যাব না। আগামী নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে চ্যালেঞ্জ রয়েছে, সেটা বিবেচনা করে প্রার্থী হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী ওপেন করে দেওয়ার পরই আমি স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছি।’
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন আফরুজা বারী। তিনি প্রয়াত এমপি লিটনের বোন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাঁর বড় মেয়ে আব্দুল্লাহ নাহিদ নিগার।
গাইবান্ধা-২ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মাহবুব আরা গিনি। তাঁর বিপরীতে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবির।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে বর্তমান সংসদ সদস্য ও কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঙ্গে দুজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মেজর (অব.) মফিজুল হক সরকার এবং সাদুল্যাপুর উপজেলা সদ্য সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সাহরিয়ার খান বিল্পব।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনটিতে এবার নৌকা প্রতীক পেয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ। মনোনয়ন বঞ্চিত বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রয়াত ডেপুটি স্পিকারে মেয়ে ও ফুলছড়ি উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজনা রাব্বী বুবলী।
দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচ সংসদীয় আসনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ছয়জন। এঁদের মধ্যে মনোনয়ন না পাওয়া বর্তমান এমপি–উপজেলা চেয়ারম্যান যেমন আছেন, তেমনি আছেন স্থানীয়ভাবে দলের অনেক ত্যাগী নেতা। এর আগে গত রোববার ঢাকায় ২৯৮টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ বিষয়ে জানতে চাইলে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গবন্ধুর সৈনিক আমার পরিবার। আমি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে যাব না। আগামী নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে চ্যালেঞ্জ রয়েছে, সেটা বিবেচনা করে প্রার্থী হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী ওপেন করে দেওয়ার পরই আমি স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছি।’
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন আফরুজা বারী। তিনি প্রয়াত এমপি লিটনের বোন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাঁর বড় মেয়ে আব্দুল্লাহ নাহিদ নিগার।
গাইবান্ধা-২ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মাহবুব আরা গিনি। তাঁর বিপরীতে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবির।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে বর্তমান সংসদ সদস্য ও কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঙ্গে দুজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মেজর (অব.) মফিজুল হক সরকার এবং সাদুল্যাপুর উপজেলা সদ্য সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সাহরিয়ার খান বিল্পব।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনটিতে এবার নৌকা প্রতীক পেয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ। মনোনয়ন বঞ্চিত বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রয়াত ডেপুটি স্পিকারে মেয়ে ও ফুলছড়ি উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজনা রাব্বী বুবলী।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২৯ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
৩২ মিনিট আগে