Ajker Patrika

বিরলে ইউনিয়ন পরিষদ আইন অমান্যের অভিযোগে চেয়ারম্যান বরখাস্ত

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২৩, ২০: ০৭
বিরলে ইউনিয়ন পরিষদ আইন অমান্যের অভিযোগে চেয়ারম্যান বরখাস্ত

দিনাজপুরের বিরলে ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়কে ইউনিয়ন পরিষদ আইন অমান্য করায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক চিঠিতে এ সুপারিশ করা হয়। 

গত ৬ জুন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুয়ায়ী দিনাজপুর জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

আজ মঙ্গলবার বিষয়টি জানার পর আজকের পত্রিকার কাছে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিরল ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়। তিনি বলেন, ‘আমি উচ্চ আদালতে এই বিষয়ে রিট করব।’ 

চিঠিতে বলা হয়, দিনাজপুর জেলার বিরল উপজেলার ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়ের উল্লেখিত অভিযোগে তাঁর দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করেন। 

সেহেতু, দিনাজপুর জেলার বিরল উপজেলার ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় উল্লেখিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের শূন্য পদ না থাকা সত্ত্বেও, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শূন্য পদের চাহিদা পাঠান চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চেয়ারম্যানকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেন। কিন্তু এর কোনো জবাব না দেওয়ায় মাঠ পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত