ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) ১৩ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট মধ্য ঝাড়গাঁও এলাকার মেসার্স মেহেদী হাসকিং মিলের একটি গুদাম ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়। তবে গুদাম মালিক বলছেন, কার্ডধারীরা তাঁর কাছে চালগুলো বিক্রি করেছেন।
উপজেলা খাদ্য বিভাগ জানায়, গতকাল বৃহস্পতিবার আখানগর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার ৫৬৫ জন দরিদ্রের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। তবে চাল বিতরণ শেষ হলেও ভিজিএফের চাল মজুত রয়েছে ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে। তা জানতে পেরে সেখানে যান সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন। এ সময় ওই গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের ১৩ বস্তা চাল জব্দ করেন। পরে চালের বস্তাগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়।
ওই মিল মালিক মুসলিম উদ্দিন জানান, কার্ডধারীরা তাঁর কাছে বিক্রি করেছেন বলেই তিনি কিনে নিয়ে তাঁর গুদামে রেখেছেন। এখানে তাঁর কোনো দোষ নেই বলে দাবি করেন।
এ বিষয়ে আখানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রোমান বাদশা বলেন, যেহেতু ভিজিএফের চালগুলো খাওয়ার অনুপযোগী, স্বাভাবিকভাবে উপকারভোগীরা বিক্রি করতে পারেন। চালগুলো জব্দ করে পরিষদে রাখা হয়েছে। পরবর্তীতে প্রশাসন কার্যত পদক্ষেপ নেবেন।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন বলেন, ১৩ বস্তা চাল ব্যবসায়ী মুসলিম উদ্দিন কীভাবে ক্রয় করেছেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠাকুরগাঁও সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) ১৩ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট মধ্য ঝাড়গাঁও এলাকার মেসার্স মেহেদী হাসকিং মিলের একটি গুদাম ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়। তবে গুদাম মালিক বলছেন, কার্ডধারীরা তাঁর কাছে চালগুলো বিক্রি করেছেন।
উপজেলা খাদ্য বিভাগ জানায়, গতকাল বৃহস্পতিবার আখানগর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার ৫৬৫ জন দরিদ্রের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। তবে চাল বিতরণ শেষ হলেও ভিজিএফের চাল মজুত রয়েছে ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে। তা জানতে পেরে সেখানে যান সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন। এ সময় ওই গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের ১৩ বস্তা চাল জব্দ করেন। পরে চালের বস্তাগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়।
ওই মিল মালিক মুসলিম উদ্দিন জানান, কার্ডধারীরা তাঁর কাছে বিক্রি করেছেন বলেই তিনি কিনে নিয়ে তাঁর গুদামে রেখেছেন। এখানে তাঁর কোনো দোষ নেই বলে দাবি করেন।
এ বিষয়ে আখানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রোমান বাদশা বলেন, যেহেতু ভিজিএফের চালগুলো খাওয়ার অনুপযোগী, স্বাভাবিকভাবে উপকারভোগীরা বিক্রি করতে পারেন। চালগুলো জব্দ করে পরিষদে রাখা হয়েছে। পরবর্তীতে প্রশাসন কার্যত পদক্ষেপ নেবেন।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন বলেন, ১৩ বস্তা চাল ব্যবসায়ী মুসলিম উদ্দিন কীভাবে ক্রয় করেছেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে এই পুশইনের ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন। আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।
১২ মিনিট আগেএবার তালা ভেঙে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। আজ বুধবার ‘জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠনের সদস্যরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ব্যানার টানিয়ে নিজেদের অফিসের কার্যক্রম শুরু করেন।
১৫ মিনিট আগেনড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মুসা খন্দকারকে হত্যার দায়ে এক নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এলিনা আক্তার মামলার রায় ঘোষণা করেন।
১৭ মিনিট আগেঅফিস আদেশে এসব কর্মকর্তা-কর্মচারীর সাম্প্রতিক কর্মকাণ্ডে শৃঙ্খলাবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়। এর আগে ৮ মে এনপিসিবিএলের দাপ্তরিক আদেশে ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
১৭ মিনিট আগে