Ajker Patrika

শান্তির বার্তা নিয়ে পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় জুবায়ের

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
শান্তির বার্তা নিয়ে পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় জুবায়ের

যুদ্ধ নয় শান্তি চাইসহ ২০টি বার্তা নিয়ে টেকনাফের জিরোপয়েন্ট থেকে পায়ে হেঁটে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধায় পৌঁছেছেন মুরাদ জুবায়ের নামে এক যুবক। গতকাল শনিবার বিকেলে জেলার তেঁতুলিয়ার উপজেলার বাংলাবান্ধা জিরোপয়েন্টে গিয়ে তাঁর এ পদযাত্রা শেষ হয়। এ পদযাত্রায় তিনি ২০ দিনে ১ হাজার ৪ কিলোমিটার পাড়ি দিয়েছেন। 
 
গত ৭ মার্চ কক্সবাজারের টেকনাফ থেকে শান্তির জন্য হাঁটা কর্মসূচি শুরু করেন মুরাদ নামের ওই যুবক। প্রতিদিন এক ঘণ্টা দেশের জন্য সময় ব্যয় করা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করাসহ ২০টি বার্তা নিয়ে ২০ দিনে পায়ে হেঁটে দেশের দীর্ঘতম দূরত্বের পথ অতিক্রম করেন মুরাদ জুবায়ের। চলার পথে যেখানে বিরতি দিয়েছেন, সেখানে স্থানীয়দের জড়ো করে তাদের কাছে তাঁর বার্তাগুলো পৌঁছে দিয়েছেন। 

জানা গেছে, মুরাদ জুবায়েরের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায়। তবে বর্তমানে তিনি গাজীপুর জেলার টঙ্গী এলাকায় বসবাস করছেন। আর সেখানেই তিনি একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। 

মুরাদ জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমার পদযাত্রা শেষ করেছি। আমার এই পথচলায় মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসা পেয়ে আমি অভিভূত।’ 

জুবায়ের আরও বলেন, ‘সুন্দর ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ার বার্তা নিয়ে আমি এই পদযাত্রা শুরু করি গত ৭ মার্চ। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। একটি বাসযোগ্য নিরাপদ পৃথিবী চাই। সবচেয়ে বড় কথা হলো দেশকে ভালোবাসা, কিন্তু আমরা দেশের জন্য একটু সময়ও ব্যয় করতে চাই না। আমার একটি বার্তা ছিল যে, দিনে অন্তত এক ঘণ্টা দেশের জন্য সময় ব্যয় করা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত