কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে এক আত্মীয়ের বাড়িতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অজ্ঞাতনামা সদস্যদের আসামি করে রৌমারী থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার (৪ সেপ্টেম্বর) নিহত যুবকের বাবা বাদী হয়ে মামলা করেছেন।
মামলার বিষয়টি আজ মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার। এজাহারে উল্লেখ রয়েছে, বিএসএফের গুলিতে ওই যুবক নিহত হয়েছেন।
এদিকে, গতকাল সোমবার বিকেলে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকে গুলি করার কথা স্বীকার করেছে বিএসএফ। নিহত মানিক মিয়া (৩০) বেহুলারচর গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
এলাকাবাসী জানায়, গত শনিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে মানিক মিয়া তাঁর কয়েকজন সহযোগীসহ সীমান্তে গিয়েছিলেন। বিএসএফ তাঁদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে মানিক মিয়া গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। পরে আইনি জটিলতা এড়াতে মানিকের সহযোগী ও পরিবারের সদস্যরা লাশ নিয়ে যান। পরদিন দুপুরে পার্শ্ববর্তী বন্দবেড় ইউনিয়নের বাঞ্ছারচর গ্রামে মানিকের এক আত্মীয়ের বাড়ি থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
এজাহারের বরাতে ওসি রূপ কুমার সরকার জানান, বাদীর বাড়ির একটি গরু হারিয়েছিল। মানিক মিয়া শনিবার গভীর রাতে তাঁদের বাড়ি থেকে ৩০০ গজ পূর্বে সীমান্তের কাছে বাংলাদেশের অভ্যন্তরে সেই গরু খুঁজতে গিয়েছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি করলে গুলিবিদ্ধ হয়ে মানিক নিহত হন।
ওসি বলেন, অজ্ঞাতনামা বিএসএফ সদস্যদের আসামি করে নিহতের বাবা মামলা করেছেন। বিষয়টির তদন্ত চলছে।
বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে বিএসএফ গুলি করার কথা স্বীকার করেছে জানিয়ে রৌমারী সীমান্তের দায়িত্বে থাকা জামালপুর বিজিবি–৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী বলেন, ‘পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে, তাঁদের সীমানায় সন্দেহভাজনদের অনুপ্রবেশের কারণে তাঁরা গুলি ছুড়েছেন। গুলির ঘটনায় আমরা প্রতিবাদ জানিয়েছি।’
কুড়িগ্রামের রৌমারীতে এক আত্মীয়ের বাড়িতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অজ্ঞাতনামা সদস্যদের আসামি করে রৌমারী থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার (৪ সেপ্টেম্বর) নিহত যুবকের বাবা বাদী হয়ে মামলা করেছেন।
মামলার বিষয়টি আজ মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার। এজাহারে উল্লেখ রয়েছে, বিএসএফের গুলিতে ওই যুবক নিহত হয়েছেন।
এদিকে, গতকাল সোমবার বিকেলে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকে গুলি করার কথা স্বীকার করেছে বিএসএফ। নিহত মানিক মিয়া (৩০) বেহুলারচর গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
এলাকাবাসী জানায়, গত শনিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে মানিক মিয়া তাঁর কয়েকজন সহযোগীসহ সীমান্তে গিয়েছিলেন। বিএসএফ তাঁদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে মানিক মিয়া গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। পরে আইনি জটিলতা এড়াতে মানিকের সহযোগী ও পরিবারের সদস্যরা লাশ নিয়ে যান। পরদিন দুপুরে পার্শ্ববর্তী বন্দবেড় ইউনিয়নের বাঞ্ছারচর গ্রামে মানিকের এক আত্মীয়ের বাড়ি থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
এজাহারের বরাতে ওসি রূপ কুমার সরকার জানান, বাদীর বাড়ির একটি গরু হারিয়েছিল। মানিক মিয়া শনিবার গভীর রাতে তাঁদের বাড়ি থেকে ৩০০ গজ পূর্বে সীমান্তের কাছে বাংলাদেশের অভ্যন্তরে সেই গরু খুঁজতে গিয়েছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি করলে গুলিবিদ্ধ হয়ে মানিক নিহত হন।
ওসি বলেন, অজ্ঞাতনামা বিএসএফ সদস্যদের আসামি করে নিহতের বাবা মামলা করেছেন। বিষয়টির তদন্ত চলছে।
বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে বিএসএফ গুলি করার কথা স্বীকার করেছে জানিয়ে রৌমারী সীমান্তের দায়িত্বে থাকা জামালপুর বিজিবি–৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী বলেন, ‘পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে, তাঁদের সীমানায় সন্দেহভাজনদের অনুপ্রবেশের কারণে তাঁরা গুলি ছুড়েছেন। গুলির ঘটনায় আমরা প্রতিবাদ জানিয়েছি।’
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরীক্ষার প্রশ্নপত্রের ছবি এক শিক্ষক ফেসবুকে প্রকাশ করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকের নাম রঞ্জিত কুমার ঘোষ। তিনি রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তিনি চতুর্থ শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষার ইংরেজি বিষয়ের
১২ মিনিট আগেময়মনসিংহের ভালুকায় সজল মিয়া (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে একটি মাছের খামার থেকে ভাসমান অবস্থায় ওই মরদেহটি পাওয়া যায়।
১৪ মিনিট আগেশিরকের অভিযোগে মাদারীপুরে শতবর্ষী বটগাছ কেটে ফেলার ঘটনায় সামাজিক বন কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলার প্রশাসন। কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
১৭ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালপত্র। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বরাব এলাকায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে