আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা
আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অধিকাংশ নেতা-কর্মী আত্মগোপনে রয়েছেন। তবে গাইবান্ধার সাঘাটায় ভিন্ন চিত্র। এখানে এখনো যমুনা নদী থেকে বালু তুলে বিক্রি করছে উপজেলার ভরতখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন সুইট এবং তাঁর ছোট ভাই সুজাউদদৌলা সুজা এই চক্রের নেতৃত্বে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পরও তাঁদের দৌরাত্ম্য থামেনি।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ভরতখালী ইউনিয়নের ভরতখালী বাজারের পাশে বাঁধের নিচে জমা করে রাখা বালু ট্রাক্টরে করে পাঠানো হয় জেলার বিভিন্ন স্থানে। যমুনা নদীতে পানি কিছুটা কম থাকায় চর থেকেও তোলা হচ্ছে বালু। প্রতিদিন অবৈধভাবে প্রায় ১০ লাখ টাকার বালু বিক্রি করা হচ্ছে।
বালু পরিবহনে নিয়োজিত ট্রাক্টরের শ্রমিকেরা জানান, তাঁরা অনেক দিন থেকে চেয়ারম্যান ও তাঁর ভাইয়ের বালু বিক্রির কাজ করেন। চেয়ারম্যানের হাত অনেক বড়। তিনি সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর অনুসারী ছিলেন। আর এখন মাহমুদ হাসান রিপনের (সদ্য সাবেক এমপি) লোক তিনি। এখন এই নেতারা না থাকলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা-পুলিশ তাঁদেরই লোক।
স্থানীয় সূত্র বলেছে, মোশাররফ হোসেন সুইট ও সুজাউদদৌলা সুজার ক্ষমতার প্রধান উৎস ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাঘাটা-ফুলছড়ির সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। তাঁর প্রশ্রয়েই দুই ভাই নিজস্ব বলয় তৈরি করেছেন। তাঁদের নানা অপকর্মের ফিরিস্তি সাঘাটা থানার ওসি এবং ইউএনও জানলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পরও এই দুই ভাই অবৈধভাবে বালু তুলে চলেছেন।
স্থানীয় বাসিন্দা মো. সোহেল রানা বলেন, সুইট চেয়ারম্যান এবং তাঁর ভাই সুজা ১২ বছর ধরে অবৈধভাবে যমুনা থেকে বালু তুলে বিক্রি করছেন। নদীর কিনারা থেকে বালু তোলায় প্রতিবছর পাড় ভেঙে বহু মানুষ গৃহহীন হচ্ছেন। বহু মানুষের আবাদি জমি নষ্ট হয়েছে। কিন্তু কেউ কথা বলার সাহস পান না।
বিষয়টি নিয়ে সুজাউদদৌলা সুজা বলেন, পানি উন্নয়ন বোর্ডের কাজের জন্য এসব বালু তোলা হচ্ছে। এলাকার মানুষকে নির্যাতনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ভাই বারবার এখানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যদি অত্যাচার করতেন, তাহলে তিনি চেয়ারম্যান হতে পারতেন না।’
সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন সুইট বলেন, ‘আমি দল হিসেবে জাতীয় পার্টি করতাম। তবে ডেপুটি স্পিকার ও রিপনের সঙ্গে রাজনীতি করতাম। আওয়ামী লীগের দুঃসময়ে কিছু লোক ফায়দা নেওয়ার জন্য আমার বিরুদ্ধে অভিযোগ করছে।’ বালু বিক্রির বিষয়ে তিনি বলেন, ‘খুব বিপদে আছি, এসব নিউজ কইরেন না ভাই। আমি মরে যাব।’
তবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. মোখলেছুর রহমান বলেন, ‘মোশাররফ হোসেন সুইট দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি ভরতখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।’
ইউএনও মো. ইসাহাক আলী বলেন, ‘আমরা এর আগে দুইবার ওই স্থানে অভিযান চালিয়েছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে সেসব ভিত্তিহীন।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অধিকাংশ নেতা-কর্মী আত্মগোপনে রয়েছেন। তবে গাইবান্ধার সাঘাটায় ভিন্ন চিত্র। এখানে এখনো যমুনা নদী থেকে বালু তুলে বিক্রি করছে উপজেলার ভরতখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন সুইট এবং তাঁর ছোট ভাই সুজাউদদৌলা সুজা এই চক্রের নেতৃত্বে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পরও তাঁদের দৌরাত্ম্য থামেনি।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ভরতখালী ইউনিয়নের ভরতখালী বাজারের পাশে বাঁধের নিচে জমা করে রাখা বালু ট্রাক্টরে করে পাঠানো হয় জেলার বিভিন্ন স্থানে। যমুনা নদীতে পানি কিছুটা কম থাকায় চর থেকেও তোলা হচ্ছে বালু। প্রতিদিন অবৈধভাবে প্রায় ১০ লাখ টাকার বালু বিক্রি করা হচ্ছে।
বালু পরিবহনে নিয়োজিত ট্রাক্টরের শ্রমিকেরা জানান, তাঁরা অনেক দিন থেকে চেয়ারম্যান ও তাঁর ভাইয়ের বালু বিক্রির কাজ করেন। চেয়ারম্যানের হাত অনেক বড়। তিনি সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর অনুসারী ছিলেন। আর এখন মাহমুদ হাসান রিপনের (সদ্য সাবেক এমপি) লোক তিনি। এখন এই নেতারা না থাকলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা-পুলিশ তাঁদেরই লোক।
স্থানীয় সূত্র বলেছে, মোশাররফ হোসেন সুইট ও সুজাউদদৌলা সুজার ক্ষমতার প্রধান উৎস ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাঘাটা-ফুলছড়ির সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। তাঁর প্রশ্রয়েই দুই ভাই নিজস্ব বলয় তৈরি করেছেন। তাঁদের নানা অপকর্মের ফিরিস্তি সাঘাটা থানার ওসি এবং ইউএনও জানলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পরও এই দুই ভাই অবৈধভাবে বালু তুলে চলেছেন।
স্থানীয় বাসিন্দা মো. সোহেল রানা বলেন, সুইট চেয়ারম্যান এবং তাঁর ভাই সুজা ১২ বছর ধরে অবৈধভাবে যমুনা থেকে বালু তুলে বিক্রি করছেন। নদীর কিনারা থেকে বালু তোলায় প্রতিবছর পাড় ভেঙে বহু মানুষ গৃহহীন হচ্ছেন। বহু মানুষের আবাদি জমি নষ্ট হয়েছে। কিন্তু কেউ কথা বলার সাহস পান না।
বিষয়টি নিয়ে সুজাউদদৌলা সুজা বলেন, পানি উন্নয়ন বোর্ডের কাজের জন্য এসব বালু তোলা হচ্ছে। এলাকার মানুষকে নির্যাতনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ভাই বারবার এখানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যদি অত্যাচার করতেন, তাহলে তিনি চেয়ারম্যান হতে পারতেন না।’
সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন সুইট বলেন, ‘আমি দল হিসেবে জাতীয় পার্টি করতাম। তবে ডেপুটি স্পিকার ও রিপনের সঙ্গে রাজনীতি করতাম। আওয়ামী লীগের দুঃসময়ে কিছু লোক ফায়দা নেওয়ার জন্য আমার বিরুদ্ধে অভিযোগ করছে।’ বালু বিক্রির বিষয়ে তিনি বলেন, ‘খুব বিপদে আছি, এসব নিউজ কইরেন না ভাই। আমি মরে যাব।’
তবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. মোখলেছুর রহমান বলেন, ‘মোশাররফ হোসেন সুইট দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি ভরতখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।’
ইউএনও মো. ইসাহাক আলী বলেন, ‘আমরা এর আগে দুইবার ওই স্থানে অভিযান চালিয়েছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে সেসব ভিত্তিহীন।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
২৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৪১ মিনিট আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৪ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৪ ঘণ্টা আগে