পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় গভীর রাতে বসতবাড়ির আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুনপাড়ায় এ ঘটনা ঘটে।
আব্দুল হামিদ নৌবাড়িয়া নতুনপাড়ার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন। আব্দুল হামিদ উপজেলা কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব হোসেনের বাবা।
অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় আব্দুল হামিদসহ তাঁর পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর গভীর রাতে আব্দুল হামিদের বাড়িতে আগুন লেগে যায়।
স্থানীয় লোকজনের সহায়তায় ঘণ্টাখানেক চেষ্টা করে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে পার্শ্ববর্তী উপজেলা চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার চেষ্টা করে। কিন্তু রাস্তা সংকীর্ণ হওয়ায় ভেতরে ঢুকতে পারেনি।
পরিবারের লোকজন জানান, আগুন লাগার বিষয় টের পেয়ে পরিবারের সবাই দ্রুত ঘর থেকে বের হতে পারলেও পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় আব্দুল হামিদ বের হতে পারেননি। এতে ঘরেই তিনি দগ্ধ হয়ে মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার বিষয়ে কৃষক দলের নেতা মাহবুব হোসেন জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত রোগী ছিলেন। তিনি হাঁটাচলা করতে পারতেন না। আগুনের খবরে সবাই বের হতে পারলেও তিনি বের হতে পারেননি। এ কারণে ঘুমিয়ে থাকা অবস্থায়ই তিনি দগ্ধ হয়ে মারা যান।
চাটমোহর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে আমাদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। আমরা হেঁটে ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। লাশ উদ্ধার করার পর সব কাজ শেষে আমরা ফিরে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনা জানতে পেরে ভাঙ্গুড়া থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে একজনের মৃত্যুসহ আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাবনার ভাঙ্গুড়ায় গভীর রাতে বসতবাড়ির আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুনপাড়ায় এ ঘটনা ঘটে।
আব্দুল হামিদ নৌবাড়িয়া নতুনপাড়ার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন। আব্দুল হামিদ উপজেলা কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব হোসেনের বাবা।
অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় আব্দুল হামিদসহ তাঁর পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর গভীর রাতে আব্দুল হামিদের বাড়িতে আগুন লেগে যায়।
স্থানীয় লোকজনের সহায়তায় ঘণ্টাখানেক চেষ্টা করে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে পার্শ্ববর্তী উপজেলা চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার চেষ্টা করে। কিন্তু রাস্তা সংকীর্ণ হওয়ায় ভেতরে ঢুকতে পারেনি।
পরিবারের লোকজন জানান, আগুন লাগার বিষয় টের পেয়ে পরিবারের সবাই দ্রুত ঘর থেকে বের হতে পারলেও পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় আব্দুল হামিদ বের হতে পারেননি। এতে ঘরেই তিনি দগ্ধ হয়ে মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার বিষয়ে কৃষক দলের নেতা মাহবুব হোসেন জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত রোগী ছিলেন। তিনি হাঁটাচলা করতে পারতেন না। আগুনের খবরে সবাই বের হতে পারলেও তিনি বের হতে পারেননি। এ কারণে ঘুমিয়ে থাকা অবস্থায়ই তিনি দগ্ধ হয়ে মারা যান।
চাটমোহর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে আমাদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। আমরা হেঁটে ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। লাশ উদ্ধার করার পর সব কাজ শেষে আমরা ফিরে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনা জানতে পেরে ভাঙ্গুড়া থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে একজনের মৃত্যুসহ আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
২৯ মিনিট আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
৪১ মিনিট আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৭ ঘণ্টা আগে