Ajker Patrika

অপহরণের ৩ ঘণ্টার মধ্যে পাঁচ শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
অপহরণের ৩ ঘণ্টার মধ্যে পাঁচ শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে অপহরণের ৩ ঘণ্টার মধ্যে অপহৃত পাঁচ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত দুজনককে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজওয়ানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় উদ্ধার হওয়া পাঁচ শিশুকে তাদের অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে ও অপহরণকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন—সিরাজগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আমিনুল ইসলাম (৩৬) ও একই গ্রামের মালেক শেখের ছেলে বাবলা শেখ (২০)। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গতকাল বুধবার রাতে সিরাজগঞ্জ পৌরসভার নিউমার্কেট এলাকায় একটি পিকনিক শেষে কয়েকজন শিশু তাদের অভিভাবকের কাছে রিকশায় চড়ে ঘোরার আবদার করে। অভিভাবকেরা একটি রিকশা ডাকলে ৫ শিশু সেই রিকশায় উঠে বসে। অভিভাবক আরেকটি রিকশার জন্য অপেক্ষা করে। কিন্তু ৫ শিশুসহ চালক রিকশাটি দ্রুত টেনে বেরিয়ে যায়। এ সময় অভিভাবকেরা চিৎকার করেও রিকশাটি থামাতে না পেরে দ্রুত থানায় এসে বিষয়টি জানায়

পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। রাত ২টার দিকে সদর উপজেলার কান্দাপাড়া এলাকা থেকে রিকশাসহ অপহৃত ৫ শিশুকে উদ্ধার করে। অপহরণকারী রিকশাচালক ও তাঁর সহযোগীকে আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা অপহরণের দায় স্বীকার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত