Ajker Patrika

রাবির সেই একাডেমিক ভবনের সামনে হিমেলের নাম সম্বলিত সাইনবোর্ড

রাবি প্রতিনিধি
রাবির সেই একাডেমিক ভবনের সামনে হিমেলের নাম সম্বলিত সাইনবোর্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে ‘শহীদ মাহমুদ হাবিব হিমেল একাডেমিক ভবন’-লেখা সংবলিত একটি সাইনবোর্ড টাঙিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চারুকলা অনুষদের একদল শিক্ষার্থী এই সাইনবোর্ড টানিয়ে দেন। 

গত মঙ্গলবার রাতে নির্মাণাধীন ওই ভবনের সামনে ট্রাক চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিমেল। ট্রাকটি ওই ভবনের নির্মাণ সামগ্রী বহন করছিল। হিমেলের মৃত্যুর পর থেকেই শিক্ষার্থীরা ভবনটি হিমেলের নামে নামকরণের দাবি জানিয়ে আসছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারও এ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। 

বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী মিঠুন মোহন্ত বলেন, ‘আমরা প্রশাসনের কাছে হিমেলের নামে একাডেমিক ভাবনের দাবি জানিয়েছিলাম। প্রশাসনও সেই দাবি মেনে আমাদের আশ্বাস দিয়েছে। এটা কেবল একটা সাইনবোর্ড নয়, এটা আমাদের ভালোবাসা, আবেগ ও দাবির বহিঃপ্রকাশ।’ 

তিনও আরও বলেন, ‘দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই ভবনের নামকরণের সাইনবোর্ডটা আমাদের দাবিকে আরও জোরদার করে দৃশ্যমান রাখবে। এ ছাড়া বিভিন্ন সময় সড়কে আমাদের জীবন বিপন্ন হয় ঝরে পড়ে কিন্তু দৃশ্যমান কোনো শাস্তি আমরা দেখি না। এই অব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত