সিরাজগঞ্জ প্রতিনিধি
পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপনের জন্য রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। উত্তরাঞ্চলের জেলাগুলোর উদ্দেশে ছেড়ে যাওয়া পরিবহনের সংখ্যা বাড়লেও সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কোনো যানজট দেখা যায়নি। ঈদুল ফিতরের মতো এবারও তেমন যানজট হচ্ছে না বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
আজ সোমবার দুপুর পর্যন্ত সড়কে ট্রাক, বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত প্রাইভেটকারে করেও মানুষকে যানজটমুক্ত সড়কে বাড়ি ফিরতে দেখা গেছে।
ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রী আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাজশাহী যাব কিন্তু বাসের টিকিট পাইনি। বাধ্য হয়ে সিরাজগঞ্জের কড্ডার মোড় পর্যন্ত আসতে হয়েছে। এখানে অপেক্ষা করছি বাসের জন্য। তবে আসার পথে কোনো যানজট ছিল না। স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে মানুষ।’
চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রী মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘টিকিট পাইনি। একটা বাসে দাঁড়িয়ে থেকে সিরাজগঞ্জ পর্যন্ত আসছি। এখন নেমে বাস পাচ্ছি না। বাসের জন্য অপেক্ষা করছি।’
এ দিকে মহাসড়কের নিরাপত্তার স্বার্থে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ৮ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত যানচলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও নেই যানজট। মানুষ স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে। তবে মহাসড়ক দিয়ে যান চলাচল বেড়েছে।’
পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপনের জন্য রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। উত্তরাঞ্চলের জেলাগুলোর উদ্দেশে ছেড়ে যাওয়া পরিবহনের সংখ্যা বাড়লেও সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কোনো যানজট দেখা যায়নি। ঈদুল ফিতরের মতো এবারও তেমন যানজট হচ্ছে না বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
আজ সোমবার দুপুর পর্যন্ত সড়কে ট্রাক, বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত প্রাইভেটকারে করেও মানুষকে যানজটমুক্ত সড়কে বাড়ি ফিরতে দেখা গেছে।
ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রী আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাজশাহী যাব কিন্তু বাসের টিকিট পাইনি। বাধ্য হয়ে সিরাজগঞ্জের কড্ডার মোড় পর্যন্ত আসতে হয়েছে। এখানে অপেক্ষা করছি বাসের জন্য। তবে আসার পথে কোনো যানজট ছিল না। স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে মানুষ।’
চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রী মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘টিকিট পাইনি। একটা বাসে দাঁড়িয়ে থেকে সিরাজগঞ্জ পর্যন্ত আসছি। এখন নেমে বাস পাচ্ছি না। বাসের জন্য অপেক্ষা করছি।’
এ দিকে মহাসড়কের নিরাপত্তার স্বার্থে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ৮ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত যানচলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও নেই যানজট। মানুষ স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে। তবে মহাসড়ক দিয়ে যান চলাচল বেড়েছে।’
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া এলাকায় চোরা শিকারিদের ট্রলার ও বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। গতকাল শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব ফাঁদ জব্দ করা হয়।
৩ মিনিট আগেনেত্রকোনার কলমাকান্দায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় পাঁচ বছরের শিশু আব্দুল্লাহ নিহত হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের হীরাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
১৬ মিনিট আগেস্মার্ট কৃষিপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন ২০-৩০ শতাংশ পর্যন্ত বাড়ানো যেতে পারে। উৎপাদন ব্যয় ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। এতে কৃষকের আয় বাড়বে ৩০-৪০ শতাংশ বেশি। এর জন্য কৃষি বাজেটে বরাদ্দ বাড়াতে হবে।
১৮ মিনিট আগেসাতক্ষীরা সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের এক নেতার নেতৃত্বে হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। হামলায় এক চিকিৎসক আহত হয়েছেন। সেই সঙ্গে চেয়ার, টেবিল, গ্লাসসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে।
২৯ মিনিট আগে