Ajker Patrika

সিরাজগঞ্জে গাড়ির চাপ বাড়লেও যানজট নেই

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে গাড়ির চাপ বাড়লেও যানজট নেই

পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপনের জন্য রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। উত্তরাঞ্চলের জেলাগুলোর উদ্দেশে ছেড়ে যাওয়া পরিবহনের সংখ্যা বাড়লেও সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কোনো যানজট দেখা যায়নি। ঈদুল ফিতরের মতো এবারও তেমন যানজট হচ্ছে না বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

আজ সোমবার দুপুর পর্যন্ত সড়কে ট্রাক, বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত প্রাইভেটকারে করেও মানুষকে যানজটমুক্ত সড়কে বাড়ি ফিরতে দেখা গেছে।

ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রী আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাজশাহী যাব কিন্তু বাসের টিকিট পাইনি। বাধ্য হয়ে সিরাজগঞ্জের কড্ডার মোড় পর্যন্ত আসতে হয়েছে। এখানে অপেক্ষা করছি বাসের জন্য। তবে আসার পথে কোনো যানজট ছিল না। স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে মানুষ।’

চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রী মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘টিকিট পাইনি। একটা বাসে দাঁড়িয়ে থেকে সিরাজগঞ্জ পর্যন্ত আসছি। এখন নেমে বাস পাচ্ছি না। বাসের জন্য অপেক্ষা করছি।’

এ দিকে মহাসড়কের নিরাপত্তার স্বার্থে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ৮ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত যানচলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও নেই যানজট। মানুষ স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে। তবে মহাসড়ক দিয়ে যান চলাচল বেড়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত