চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে এখন কৃষকের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে মাটি পরীক্ষাগার। ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে কৃষকদের দোরগোড়ায় এই সুবিধা পৌঁছে দিয়েছে মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউট।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারে মাটি পরীক্ষার সুযোগ রয়েছে। তাই এ সুবিধা থেকে বঞ্চিত হবেন না কৃষকেরা। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারে কৃষকদের কাছ থেকে মাটি সংগ্রহ করে পরীক্ষার কাজ শুরু হয়েছে।
তাঁরা বলছেন, অধিকাংশ কৃষক ফসল অনুযায়ী জমিতে প্রয়োজনীয় মাত্রায় সার ব্যবহার করছেন, কিন্তু মাটি পরীক্ষায় বেশ কিছু সারের অপব্যবহার ধরা পড়ছে। এতে যেমন মাটির স্বাস্থ্যের ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনি মাত্রাতিরিক্ত সার প্রয়োগের ক্ষেত্রে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। তাই এ অঞ্চলের কৃষকদের উদ্বুদ্ধ করতে ভ্রাম্যমাণ মাটি পরীক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। এ ছাড়া মাটির প্রয়োজনীয় স্বাস্থ্য উপাদান নিশ্চিত করে দেশের কৃষি উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখার জন্য এই কার্যক্রম শুরু করা হয়েছে।
জানা গেছে, মাটি পরীক্ষার কাজে নিয়োজিত রয়েছেন রাজশাহী বিভাগীয় গবেষণাগারের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান চৌধুরী ও মো. নাজিম উদ্দিন।
এ ব্যাপারে মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুরুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারে খরিপ মৌসুমে মাটি পরীক্ষার মাধ্যমে জমিতে প্রয়োজনীয় উপাদান রক্ষাসহ উৎপাদন খরচ কমানো সম্ভব। এতে মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং উৎপাদিত ফসলের মান ভালো হবে।
নুরুল ইসলাম বলেন, কৃষকের মাঝে মাটি পরীক্ষার উৎসাহ বাড়াতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাটি পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত নির্দেশনা মোতাবেক জমিতে সার, কীটনাশক, পানি ও অন্যান্য উপকরণ ব্যবহার করলে উৎপাদন খরচও কমে আসবে। এ ছাড়া মাটি পরীক্ষা করে জমিতে পরিমাণমতো সুষম সার প্রয়োগ করলে জমির স্বাস্থ্য ভালো থাকবে। উৎপাদন খরচ কমের পাশাপাশি ফলন বাড়বে। এ ছাড়া দেশের খাদ্যঘাটতি মেটাতে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চাঁপাইনবাবগঞ্জে এখন কৃষকের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে মাটি পরীক্ষাগার। ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে কৃষকদের দোরগোড়ায় এই সুবিধা পৌঁছে দিয়েছে মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউট।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারে মাটি পরীক্ষার সুযোগ রয়েছে। তাই এ সুবিধা থেকে বঞ্চিত হবেন না কৃষকেরা। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারে কৃষকদের কাছ থেকে মাটি সংগ্রহ করে পরীক্ষার কাজ শুরু হয়েছে।
তাঁরা বলছেন, অধিকাংশ কৃষক ফসল অনুযায়ী জমিতে প্রয়োজনীয় মাত্রায় সার ব্যবহার করছেন, কিন্তু মাটি পরীক্ষায় বেশ কিছু সারের অপব্যবহার ধরা পড়ছে। এতে যেমন মাটির স্বাস্থ্যের ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনি মাত্রাতিরিক্ত সার প্রয়োগের ক্ষেত্রে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। তাই এ অঞ্চলের কৃষকদের উদ্বুদ্ধ করতে ভ্রাম্যমাণ মাটি পরীক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। এ ছাড়া মাটির প্রয়োজনীয় স্বাস্থ্য উপাদান নিশ্চিত করে দেশের কৃষি উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখার জন্য এই কার্যক্রম শুরু করা হয়েছে।
জানা গেছে, মাটি পরীক্ষার কাজে নিয়োজিত রয়েছেন রাজশাহী বিভাগীয় গবেষণাগারের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান চৌধুরী ও মো. নাজিম উদ্দিন।
এ ব্যাপারে মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুরুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারে খরিপ মৌসুমে মাটি পরীক্ষার মাধ্যমে জমিতে প্রয়োজনীয় উপাদান রক্ষাসহ উৎপাদন খরচ কমানো সম্ভব। এতে মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং উৎপাদিত ফসলের মান ভালো হবে।
নুরুল ইসলাম বলেন, কৃষকের মাঝে মাটি পরীক্ষার উৎসাহ বাড়াতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাটি পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত নির্দেশনা মোতাবেক জমিতে সার, কীটনাশক, পানি ও অন্যান্য উপকরণ ব্যবহার করলে উৎপাদন খরচও কমে আসবে। এ ছাড়া মাটি পরীক্ষা করে জমিতে পরিমাণমতো সুষম সার প্রয়োগ করলে জমির স্বাস্থ্য ভালো থাকবে। উৎপাদন খরচ কমের পাশাপাশি ফলন বাড়বে। এ ছাড়া দেশের খাদ্যঘাটতি মেটাতে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩৪ মিনিট আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
৪৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে