Ajker Patrika

বগুড়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে বেধে দেওয়া দামে চাল বিক্রির নির্দেশ প্রশাসনের

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে বেধে দেওয়া দামে চাল বিক্রির নির্দেশ প্রশাসনের

বগুড়ায় চালের দাম নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। আজ মঙ্গরবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অটোমেটিক হাস্কিং চালকলের মালিকগণ, আমদানীকারক ও পাইকারী আড়ৎদারের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। আজ সন্ধ্যা থেকেই সভায় গ্রহণ করা সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, বগুড়ায় চালের বাজার নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত মনিটরিং চলছে। কোনো অবস্থাতেই অস্থিতিশীল পরিস্থতি সৃষ্টি করতে দেয়া হবে না।

মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী জিরা চিকন চাল ও মিনিকেট চাল মিল পর্যায়ে ৬২ টাকা, প্রতি কেজি পাইকারি পর্যায়ে ৬৩ টাকা এবং খুচরা বাজারে ৬৫ টাকা নির্ধারণ করা হয়। স্বর্ণা চাল মিল পর্যায়ে প্রতি কেজি ৪৬ টাকা, পাইকারি ৪৭ টাকা এবং খুচরা বাজারে ৪৮ থেকে ৪৯ টাকা কেজি দরে বিক্রি নির্ধারণ করা হয়।

এছাড়াও আটাশ ও উনপঞ্চাশ চাল মিল পর্যায়ে ৫২ টাকা প্রতি কেজি, পাইকারী পর্যায়ে ৫৩ টাকা এবং খুচরা বাজারে ৫৫ টাকা দরে বিক্রির জন্য মূল্য নির্ধারণ করা হয়। সেই সঙ্গে চিনিগুঁড়া (খোলা) ভোক্তা পর্যায়ে ১১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক আরও বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধান ও চালের কোনো সংকট সৃষ্টি করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গুজব রটিয়ে সরকারকে কোনোভাবেই বিব্রত করা যাবে না। আর যারা এই সিদ্ধান্ত মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি বগুড়ার সভাপতি এটিএম আমিনুল ইসলাম বলেন, ‘চালের দাম মিল, পাইকারি ও খুচরা পর্যায়ে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে ধানের দাম বাড়লে তখন এই দামে চাল বিক্রি করা কঠিন হয়ে পড়বে।’

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবাউল করিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত