Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে বন্ধ থাকা ট্রেন চালুর দাবিতে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বন্ধ থাকা ট্রেন চালুর দাবিতে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে বন্ধ হয়ে যাওয়া চারটি শাটল ট্রেন আবারও চালু এবং ঢালার চর ট্রেনের গন্তব্য চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করার দাবি উঠেছে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটি স্মারকলিপি দিয়েছে। সোমবার দুপুরে কমিটির নেতারা বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের (রাজশাহী) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের কাছে এই স্মারকলিপি দেন।

 এ সময় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা সুলতানা রাজিয়া, শফিকুল আলম ভোতা, সাইদুর রহমান, আহ্বায়ক সৈয়দ হোসেন আহম্মেদ বাদশা ও সদস্যসচিব মুনিরুজ্জামান মুনির। 

নাগরিক কমিটির নেতারা জানান, ঢালার চর ট্রেনটি রাজশাহীতে বেলা ১১টা ১০ মিনিটে এসে অপেক্ষা করে এবং সেখান থেকে পুনরায় বিকেল সাড়ে ৪টায় ছেড়ে যায়। ট্রেনটি রাজশাহীতে অবস্থান না করে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যাতায়াত করলে জেলার বাসিন্দারা উপকৃত হবেন। এ ছাড়া আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনে চাঁপাইনবাবগঞ্জের জন্য বরাদ্দ আসন অত্যন্ত অপ্রতুল উল্লেখ করে তা বৃদ্ধির দাবিও তুলে ধরেন নেতারা।

নাগরিক কমিটির এসব দাবির পরিপ্রেক্ষিতে মহাব্যবস্থাপক অসীম বলেন, ‘দাবিগুলো যৌক্তিক, এগুলো আমরা পর্যায়ক্রমে পূরণের চেষ্টা করব। ঢালার চর ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জে পাঠানোর বিষয়টি গুরুত্বসহকারে দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত