নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ছয় দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ করেছেন মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করেন তারা।
দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিসহ (আইএইচটি) বিভিন্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।
বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এ সমাবেশ থেকে ছয় দফা দাবি জানানো হয়।
দাবিগুলো হলো—স্বতন্ত্র পরিদপ্তর গঠন করা, ডিপ্লোমাধারীদের দশম গ্রেড পদমর্যাদা প্রদান করা, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে নামকরণ করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা; মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করার দাবি জানানো হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, এসব দাবি আদায়ে সারা দেশে দফায় দফায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গত ৪ নভেম্বর চট্টগ্রামে স্বাস্থ্য উপদেষ্টার কাছে তাদের ছয় দফা দাবি উপস্থাপন করা হয়েছে। একই দিন একটি প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে দাবি নিয়ে আলোচনা করেন। ৫ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা সভাও হয়। সভায় মহাপরিচালক দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
কিন্তু পাঁচ দিন অতিবাহিত হলেও স্বাস্থ্য অধিদপ্তর দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। শিক্ষার্থীরা অতি দ্রুত তাদের দাবি বাস্তবায়নের দাবি জানান। তা না হলে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
ছয় দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ করেছেন মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করেন তারা।
দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিসহ (আইএইচটি) বিভিন্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।
বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এ সমাবেশ থেকে ছয় দফা দাবি জানানো হয়।
দাবিগুলো হলো—স্বতন্ত্র পরিদপ্তর গঠন করা, ডিপ্লোমাধারীদের দশম গ্রেড পদমর্যাদা প্রদান করা, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে নামকরণ করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা; মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করার দাবি জানানো হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, এসব দাবি আদায়ে সারা দেশে দফায় দফায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গত ৪ নভেম্বর চট্টগ্রামে স্বাস্থ্য উপদেষ্টার কাছে তাদের ছয় দফা দাবি উপস্থাপন করা হয়েছে। একই দিন একটি প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে দাবি নিয়ে আলোচনা করেন। ৫ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা সভাও হয়। সভায় মহাপরিচালক দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
কিন্তু পাঁচ দিন অতিবাহিত হলেও স্বাস্থ্য অধিদপ্তর দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। শিক্ষার্থীরা অতি দ্রুত তাদের দাবি বাস্তবায়নের দাবি জানান। তা না হলে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
ফরিদপুরে কুমার নদে গোসল করতে গিয়ে দুই নাতিসহ দাদি পানিতে ডুবে যাওয়ার পর দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সোয়াদ নামের সাত বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস বলছে, সন্ধ্যা হওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
২৩ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যালয়ের টিফিনের সময় খাবার কিনতে গিয়ে অটোরিকশার চাপায় আতিকুর রহমান আতিক (৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার পর রাতে তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেযশোর শহরে এক নারীকে স্ত্রী দাবি করে টানাটানি ও হাতাহাতিতে জড়ানো সেই দুই পুরুষ জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরে তাঁরা যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এদিকে ওই নারীর ছেলে, ছেলের বউসহ স্বজনেরা দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তিকে শায়েস্তা করতে কারাফটকে অবস্থান নিলে চরম
১ ঘণ্টা আগেসাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী জলজ উদ্ভিদ বৈচিত্র্য মেলা। জলজ উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও স্থায়িত্বশীল ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালীতে এ মেলার আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে