Ajker Patrika

যারা ক্ষমতায় যেতে চায়, হাসিনার পরিণতি থেকে তাদের শিক্ষা নিতে হবে: মান্না

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ২০: ২৬
শিবগঞ্জে দলের সমাবেশে মাহমুদুর রহমান মান্না। ছবি: আজকের পত্রিকা
শিবগঞ্জে দলের সমাবেশে মাহমুদুর রহমান মান্না। ছবি: আজকের পত্রিকা

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন ভিক্ষুকের মতো মোদির পায়ে গিয়ে পড়েছে। আর কোথাও আশ্রয় পাচ্ছে না। দেশেও ফিরতে পারছে না। যারা ভবিষ্যতে ক্ষমতায় যেতে চায় তাদের বলি, শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিতে হবে।’

আজ শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের চালুঞ্জা কালিতলা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বিজয় সমাবেশে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।

পুলিশ বাহিনী সম্পর্কে মান্না বলেন, পুলিশ জিডি নেয় না। তদন্ত করতে বললে তদন্ত করে না। ওই শেখ হাসিনার আমলে জনগণের ওপর অত্যাচার করেছে। মানুষ ক্ষিপ্ত হয়ে পুলিশকে রাস্তায় ফেলে পিটিয়েছে। মারার পর লাশ গাছে টাঙিয়ে রেখেছে। তারা যত অত্যাচার করেছে, জনগণের রাগ শেষ পর্যন্ত থামাতে পারেনি। বর্তমান সরকার বলেছে, যেই পুলিশ অন্যায়ভাবে গুলি চালিয়েছে তাদের শাস্তি হবে।

মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকারপ্রধান ড. ইউনূস বলেছেন, ‘বিদেশে পাচার করা ২৫ লাখ কোটি টাকা ফেরত আনা হবে। আমাদের দাবি, যদি ওই টাকা ফেরত আনা হয়, তাহলে সেটা গরিবের কল্যাণে ব্যয় করতে হবে।’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘আমরা শেখ হাসিনার আমলের মতো নির্বাচন চাই না। যারা ক্ষমতায় আছে, তারা বলেছে, আগামী বছরের মধ্য হয়তো সুন্দর ভোট দিতে পারবে। আমরা সেই আশাই করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত