Ajker Patrika

বগুড়ায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২২, ০০: ০৭
বগুড়ায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বগুড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর এক যুবক। শুক্রবার (২০ মে) রাত সাড়ে আটটার দিকে কাহালু উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বীরকেদার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন ও দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অন্যজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে আবদুল্লাহ (২৫) নামের একজনের নাম জানা গেছে। তিনি নওগাঁ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা। অপর জনের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত সাগর হোসেন (২২) নামের এক যুবক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিন যুবক মোটরসাইকেল যোগে নওগাঁর দিকে যাচ্ছিলেন। বারমাইল এলাকায় গার্ডেন ভিউ হোটেলের সামনে মোটরসাইকেলটি নওগাঁগামী একটি ধানবোঝাই ট্রাককে ওভারটেক করে। এ সময় বগুড়াগামী একটি কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক মহাসড়কে পড়ে গেলে নওগাঁগামী ট্রাক তাদের চাপা দিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যুবক মারা যান। গুরুতর আহত অপর এক যুবককে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান। 

ট্রাকটি মহাসড়কে আড়াআড়িভাবে উল্টে থাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বলেন, নিহত দুজনের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপরজন দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। মরদেহ দুইটি পুলিশ হেফাজতে রয়েছে। এদের একজনের পকেটে থাকা কাগজ অনুযায়ী তার নাম আবদুল্লাহ বলে জানা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত