Ajker Patrika

বগুড়ার কয়েকটি এলাকায় ৬০ ঘণ্টা গ্যাস থাকবে না

বগুড়া প্রতিনিধি
বগুড়ার কয়েকটি এলাকায় ৬০ ঘণ্টা গ্যাস থাকবে না

আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বুধবার রাত ৮টা পর্যন্ত ৬০ ঘণ্টা বগুড়ায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিনমাথা থেকে বাঘোপাড়া পর্যন্ত জরুরি গ্যাস লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শহরের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে পিজিসিএল।

এ তথ্য নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) বগুড়া অঞ্চলের ব্যবস্থাপক বরকত হোসেন মোল্লা।

পিজিসিএল সূত্রে জানা যায়, শহরের পুরান বগুড়া, জহুরুল নগর, কামার গাড়ি, চক সূত্রাপুর, বাদুড়তলা, নামাজগড়, শহীদ তারেক রোড, উপশহর, নিশিন্দারা, ধরমপুর, বারপুর, মাটিডালি, সুলতানগঞ্জ পাড়া, হাকির মোড় এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পিজিসিএল বগুড়া অঞ্চলের ব্যবস্থাপক বরকত হোসেন মোল্লা বলেন, ‘লাইনের কাজের জন্য সাময়িকভাবে এই অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ করা হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যেই কাজ শেষ করে গ্যাস লাইন সচল করা হবে।’ 

উল্লেখ্য, সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত